Turmeric: রোজ এইভাবে 'হলুদ' খাচ্ছেন? ঝাঁঝরা হয়ে যেতে পারে 'কিডনি'...! জানেন কী ক্ষতি হচ্ছে? ডাক্তারের পরামর্শ শুনুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Turmeric:হলুদের মধ্যে থাকা কারকিউমিন স্বাস্থ্যের জন্য উপকারী, তবে ভুল ভাবে খেলে কিডনির সমস্যা হতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, হলুদ ঠিক ভাবে খাওয়ার। জেনে নিন সেই সঠিক পদ্ধতি।
advertisement
হলুদ: উপকারী না ক্ষতিকর? হলুদ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ মনে হয়। এটি শুধুমাত্র হালকা স্বাদই দেয় না, খাবারের রঙও বদলে দেয়। অনেক খাবারে হলুদ ব্যবহার করা হয়, এমনকি দুধের সঙ্গে মিশিয়ে 'গোল্ডেন মিল্ক'বানানো হয়। আয়ুর্বেদ মতে, হলুদ শরীরের জন্য এক আশীর্বাদ। এতে এমন ঔষধি গুণ আছে যা বহু রোগ নিরাময়ে কার্যকর। কিন্তু...
advertisement
advertisement
advertisement
কী ভাবে কিডনির ক্ষতি হতে পারে? চিকিৎসকদের মতে, স্বাভাবিক মাত্রায় হলুদ খেলে ক্ষতি নেই, কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সমস্যা হতে পারে। বিশেষ করে হলুদের সাপ্লিমেন্ট বেশি খেলে কিডনির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ হলুদের উপাদান শরীরে অক্সালেটের পরিমাণ বাড়িয়ে দেয়, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। যাঁদের আগে থেকেই কিডনিতে পাথর রয়েছে, তাঁদের বেশি হলুদ খাওয়া উচিত নয়।
advertisement
advertisement
advertisement