কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, 'আমার অ্যাকাউন্টে...' দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?

Last Updated:
Bank: ম্যানেজার কিছু বুঝে ওঠার আগেই ব্যাঙ্কের কর্মচারীরা বিস্ময়ে চেয়ে রইলেন। মহিলার চোখে ভয়, হতাশা আর ক্ষোভের মিশেল। কিছুক্ষণ পর যখন বিশদ জানা গেল, যেন মাটিই সরে গেল তাঁর পায়ের তলা থেকে। মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়লেন তিনি!
1/7
হঠাৎই এক মহিলা কাঁদতে কাঁদতে ছুটে এলেন ব্যাঙ্কে। চারদিকে হতচকিত দৃষ্টিতে তাকিয়ে তিনি এক দৌড়ে পৌঁছলেন ম্যানেজারের ঘরে। কাঁপা গলায় বললেন— "আমার অ্যাকাউন্টে..."! সর্বনাশ। শুনেই চোখ কপালে ম্যানেজারের।
হঠাৎই এক মহিলা কাঁদতে কাঁদতে ছুটে এলেন ব্যাঙ্কে। চারদিকে হতচকিত দৃষ্টিতে তাকিয়ে তিনি এক দৌড়ে পৌঁছলেন ম্যানেজারের ঘরে। কাঁপা গলায় বললেন— "আমার অ্যাকাউন্টে..."! সর্বনাশ। শুনেই চোখ কপালে ম্যানেজারের।
advertisement
2/7
ম্যানেজার কিছু বুঝে ওঠার আগেই ব্যাঙ্কের কর্মচারীরা বিস্ময়ে চেয়ে রইলেন। মহিলার চোখে ভয়, হতাশা আর ক্ষোভের মিশেল। কিছুক্ষণ পর যখন বিশদ জানা গেল, যেন মাটিই সরে গেল তাঁর পায়ের তলা থেকে। মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়লেন তিনি!
ম্যানেজার কিছু বুঝে ওঠার আগেই ব্যাঙ্কের কর্মচারীরা বিস্ময়ে চেয়ে রইলেন। মহিলার চোখে ভয়, হতাশা আর ক্ষোভের মিশেল। কিছুক্ষণ পর যখন বিশদ জানা গেল, যেন মাটিই সরে গেল তাঁর পায়ের তলা থেকে। মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়লেন তিনি!
advertisement
3/7
মহিলার অভিযোগ, গত তিন বছর ধরে তিনি স্বামীর থেকে আলাদা থাকছেন এবং তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে চলছে। এই সময় স্বামী ব্যাঙ্ককর্মীদের সহযোগিতায় দিল্লির মায়ূর বিহার-ফেজ ৩-এর কন্ডলিতে থাকা তাঁর ফ্ল্যাট বন্ধক রেখে ৪১ লক্ষ টাকার ঋণ নিয়ে নিয়েছেন, তাও আবার তাঁর জাল স্বাক্ষর ব্যবহার করে!
মহিলার অভিযোগ, গত তিন বছর ধরে তিনি স্বামীর থেকে আলাদা থাকছেন এবং তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে চলছে। এই সময় স্বামী ব্যাঙ্ককর্মীদের সহযোগিতায় দিল্লির মায়ূর বিহার-ফেজ ৩-এর কন্ডলিতে থাকা তাঁর ফ্ল্যাট বন্ধক রেখে ৪১ লক্ষ টাকার ঋণ নিয়ে নিয়েছেন, তাও আবার তাঁর জাল স্বাক্ষর ব্যবহার করে!
advertisement
4/7
২০০৮ সালে গাজিয়াবাদের কুলভূষণ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ২০২২ সালের জুন থেকে তাঁরা আলাদা থাকছেন। তিনি আরও জানান, তাঁর বাবা-মায়ের আর্থিক সহায়তায় তিনি দিল্লির কন্ডলিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০১৭ সালে আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৪২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ২০২২ সালের জুন পর্যন্ত ১২.৭০ লক্ষ টাকা বাকি ছিল। এখন ব্যাঙ্ক থেকে জানতে পারেন, সেক্টর-৬৩-র আইডিবিআই ব্যাঙ্ক শাখা থেকে ওই একই সম্পত্তির উপর ৪১ লক্ষ টাকার নতুন 'টপ-আপ লোন' নেওয়া হয়েছে!
২০০৮ সালে গাজিয়াবাদের কুলভূষণ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ২০২২ সালের জুন থেকে তাঁরা আলাদা থাকছেন। তিনি আরও জানান, তাঁর বাবা-মায়ের আর্থিক সহায়তায় তিনি দিল্লির কন্ডলিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০১৭ সালে আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৪২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি।
advertisement
5/7
২০২২ সালের জুন পর্যন্ত ১২.৭০ লক্ষ টাকা বাকি ছিল। এখন ব্যাঙ্ক থেকে জানতে পারেন, সেক্টর-৬৩-র আইডিবিআই ব্যাঙ্ক শাখা থেকে ওই একই সম্পত্তির উপর ৪১ লক্ষ টাকার নতুন 'টপ-আপ লোন' নেওয়া হয়েছে!
২০২২ সালের জুন পর্যন্ত ১২.৭০ লক্ষ টাকা বাকি ছিল। এখন ব্যাঙ্ক থেকে জানতে পারেন, সেক্টর-৬৩-র আইডিবিআই ব্যাঙ্ক শাখা থেকে ওই একই সম্পত্তির উপর ৪১ লক্ষ টাকার নতুন 'টপ-আপ লোন' নেওয়া হয়েছে!
advertisement
6/7
তিনি যখন ব্যাঙ্ক শাখায় গিয়ে বিষয়টি জানতে চান, তখন ব্যাঙ্ক ম্যানেজার কোনও উত্তর না দিয়ে তাঁকে বের করে দেন। পরে তিনি জানতে পারেন, স্বামী ব্যাঙ্ককর্মীদের সঙ্গে চক্রান্ত করে তাঁর নামেই জাল স্বাক্ষর দিয়ে ঋণ নিয়েছেন। আদালতের নির্দেশে সেক্টর-৬৩ থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
তিনি যখন ব্যাঙ্ক শাখায় গিয়ে বিষয়টি জানতে চান, তখন ব্যাঙ্ক ম্যানেজার কোনও উত্তর না দিয়ে তাঁকে বের করে দেন। পরে তিনি জানতে পারেন, স্বামী ব্যাঙ্ককর্মীদের সঙ্গে চক্রান্ত করে তাঁর নামেই জাল স্বাক্ষর দিয়ে ঋণ নিয়েছেন। আদালতের নির্দেশে সেক্টর-৬৩ থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
advertisement
7/7
নয়ডার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এই ফাঁকে স্বামী ব্যাঙ্ককর্মীদের সঙ্গে যোগসাজশ করে স্ত্রীর ফ্ল্যাট বন্ধক রেখে ৪১ লক্ষ টাকার ঋণ নিয়ে নিল! ঘটনা জানতে পেরেই স্ত্রীর মাথায় যেন বাজ পড়ল। ওই নারী মূলত ইটাওয়ার বাসিন্দা। স্বামী ও ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নয়ডার সেক্টর-৬৩ থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।
নয়ডার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এই ফাঁকে স্বামী ব্যাঙ্ককর্মীদের সঙ্গে যোগসাজশ করে স্ত্রীর ফ্ল্যাট বন্ধক রেখে ৪১ লক্ষ টাকার ঋণ নিয়ে নিল! ঘটনা জানতে পেরেই স্ত্রীর মাথায় হাত। ওই নারী ইটাওয়ার বাসিন্দা। স্বামী ও ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নয়ডার সেক্টর-৬৩ থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement