পুণ্য করলেন স্ত্রীর হাত ধরে, সেই হাতেই রাতে হোটেলের ঘরে...ছিঃ! এ কী ভয়ঙ্কর 'পাপ' স্বামীর! দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Allahabad News: ঈশ্বরের নামে স্ত্রীর হাত ধরলেন, তার পর রাতের অন্ধকারে সেই হাতই করল ভয়ঙ্কর অপরাধ! হোটেল রুমের দরজা খুলতেই যা দেখা গেল, স্তম্ভিত পুলিশও…!
advertisement
advertisement
advertisement
advertisement
পরিবারকে বিভ্রান্ত করতে অশোক ছেলে আশীষকে ফোন করে মিথ্যে বলেন যে, তীর্থযাত্রীদের ভিড়ে মীনাক্ষী হারিয়ে গিয়েছে। কিন্তু তাঁর আরেক ছেলে অশ্বিন সন্দেহ প্রকাশ করেন এবং ২০ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে মহাকুম্ভে গিয়ে মাকে খুঁজতে শুরু করেন। পুলিশের তদন্তে উঠে আসে, সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক বিশ্লেষণে অশোকের বয়ানে গরমিল রয়েছে।
advertisement
advertisement
advertisement