সব ক্ষেত্রে দেখা যায় এই বয়সে শিশুরা খেলাধুলায় মত্ত থাকেন। তবে ঠিক সেই জায়গায় ইহান যেন এক অন্য ধরনের তার মন সব সময় পড়াশোনায় মত্ত। গল্পের মাধ্যমে পড়াশোনা শুনতে এবং নতুন নতুন বিষয় জানতে আগ্রহ তুঙ্গে ইহানের। পরিবারের তরফ থেকে গত মাসে আবেদন করা হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ। কঠোর যাচাইয়ের পর তার নাম উঠে সেই রেকর্ড বইয়ে।
advertisement
তার এই বিরল কৃতিত্বে খুশির হাওয়া ইহানের পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে। কয়েকদিন আগেই ইন্ডিয়া বুকস অফ রেকর্ড থেকে উপহার এবং শংসাপত্র এসে পৌঁছেছে ইহানের বাড়িতে। এই সাফল্য শুধু ইহানের নয়, গোটা বীরভূম তথা কির্ণাহারের সাফল্য এটি। ছোট্ট ইহানের এই পথ চলা যেন আরও দূর পর্যন্ত পৌঁছায় তার সাফল্য রঙিন হোক আগামীর স্বপ্ন।
আরও পড়ুন-দাদা রাজ কাপুরের সঙ্গে গদগদ প্রেম, লোকলজ্জা ভুলে ভাইকে ‘চুমু’ খেতে চাইলেন নার্গিস, তারপর যা হল…
ইহানের বাড়ির সদস্যরা জানান ইহানকে আগামী দিনে আরও ভালভাবে পড়াশোনা করাতে চান তারা। এই খুশির খবর পাওয়ার পর পাড়া-প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নিয়েছেন ইহানের বাড়ির সদস্যরা।
সৌভিক রায়





