২৪ জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। এদিন দিনভর দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলবর্তী জেলায়। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানায় যায়, বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা নিষেধাজ্ঞা হাওয়া অফিসের। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা!
advertisement
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও উইকেন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া।
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। দিঘা শহর জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। ঝড়ো হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র।
সৈকত শী






