আরও পড়ুন: চলন্ত গরুর গাড়িতে গগনচুম্বীতে ঝুলে চরকি পাক খায় গাজন ভক্তরা , জানেন কোন গ্ৰামে
প্রতিমার চুল তৈরির গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে হাওড়া জগৎবল্লভপুরের পার্বতীপুর গ্রাম। চুল তৈরির প্রধান উপকরণ বা কাঁচা মাল হল পাট। পাট এবং পাট কাঠি আমদানি হয় পার্শ্ববর্তী জেলা হুগলি থেকে। পার্বতীপুর গ্রাম থেকে কয়েক মিনিট দূরত্বে হুগলি প্রথমেই বড়ো উনানে পাত্র বসিয়ে জল ফুটিয়ে রঙ দেওয়া হয়। এরপর ফুটন্ত জলে পাট দিয়ে ভাল করে রঙ মাখিয়ে নেওয়া হয়। এরপর রঙ করা পাট রোদ্দুরে মেলে দেওয়া হয়। শুকিয়ে এলে আবার রঙ, এভাবে একাধিকবার রঙ করার পর। পাট থেকে চুলে রূপান্তরিত হয়। পাট চুলের রূপ পেলে, এরপর বিভিন্ন সাইজ অনুযায়ী কাটা হয়। তারপর পাটের তৈর চুল পাট কাঠিতে পেঁচানো হয়। পাটে পেঁচানো চুল, ডজন হিসেবে বস্তাবন্দি করা হয় বাজারজাত করতে।
advertisement
আরও পড়ুন: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা
স্থানীয় কারিগররা জানান, সারা বছর চুল তৈরি হয়। সেই সঙ্গে সারা বছর কম বেশি অর্ডার মেলে। তবে দুর্গাপুজোর কয়েকমাস আগে সব থেকে বেশি চাহিদা হয়। অনেকই সারা বছর চুল তৈরি করে মজুত রাখেন, পুজোর আগে অর্ডার অনুযায়ী বিক্রি করেন। মজুত রাখতে অনেকটা পুঁজি প্রয়োজন হয় চুল তৈরিতে।





