TRENDING:

Raas Yatra 2024: হাওড়ার ৩ শতাব্দীর এই কুণ্ডু-চৌধুরী বাড়ির রাস উৎসব, জানুন ইতিহাস

Last Updated:

Raas Yatra 2024: হাওড়ার ৩ শতাব্দীর প্রাচীন মহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়ির রাস উৎসব! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়ার ৩ শতাব্দীর প্রাচীন মহিয়ারি কুন্ডুচৌধুরী বাড়ির রাস উৎসব! সে সময় রাস উপলক্ষে চলত এক মাস ব্যাপী যাত্রানুষ্ঠান। যাত্রা অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের বহুবার উপস্থিতিও ঘটেছে কুণ্ডু চৌধুরী বাড়িতে। রামায়ণ, মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনীচিত্র বড় বড় মডেল আকারে রাখা হত কুণ্ডু চৌধুরী বাড়ির রাস উৎসবে। যা সে সময়ের মা আসবার কাছে অন্যতম আকর্ষণের। বসত পুতুল নাচের আসর।
advertisement

শারদীয়া থেকেই কুন্ডু চৌধুরী বাড়িতে রাস উৎসবের প্রস্তুতি শুরু হত। বাড়ির উত্তর দিকের আটচালায় শিল্পীরা মডেল তৈরীর কাজে ব্যস্ত থাকত। তখন থেকেই শিশুদের উৎসাহ দেখা যেত। কয়েক মাস আগে থেকে রাস প্রাঙ্গণ সাজাতে নানা গাছ পরিচর্যা করা হত এখানেই। সে সময় একমাস ব্যাপী চলত রাস উৎসব। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হত। বর্তমানে কুণ্ডু চৌধুরী বাড়ির রাস উৎসবে কিছুটা জৌলুস কম হয়েছে। ৩ শতাব্দী প্রাচীন এই রাষ্ট্র উৎসবে গোটা জেলার মানুষের আকর্ষণ থাকে প্রতিবছর। রাস উৎসবের বিভিন্ন প্রদর্শন সঙ্গে আলোকসজ্জা। বাড়ির বাইরে মাঠে মেলার পসরা।

advertisement

আরও পড়ুন – Knowledge Story: জামায় লাগান, আর কোনও গুরুত্ব নেই! জানেন ফেলনা নয়, বোতামেরও রয়েছেন নিজের দিন

মহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়িতে সারাবছর দুর্গাপুজো রথযাত্রা রাসের মত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। এই সমস্ত অনুষ্ঠান পরিচালনার জন্য এস্টেট গঠন করা হয়েছে। নানা কারণে উৎসবের বহর কম হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে কাটছাঁট হলেও, বাড়ির ঐতিহ্যমেনে প্রায় প্রতিটি অনুষ্ঠান পালন করা হয় মাহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়িতে। বর্তমান সময়ে রাসের উৎসবের প্রস্তুতি শুরু হয় কালীপুজোর পর থেকে। নিয়ম মেনে তিনদিন পুজো এবং দশ থেকে পনেরো দিন থাকে রাস উৎসব। সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই কয়েকটা দিন মানুষ এসে ভিড় জমায় রাস উৎসবে।

advertisement

View More

এ প্রসঙ্গে কুন্ডু চৌধুরী বাড়ির সদস্য অমিতাভ কুন্ডুচৌধুরী জানান, সে সময় কুন্ডু চৌধুরী বাড়ির রাস মানে জেলা ও জেলার বাইরের মানুষের ভীষণ আকর্ষণের। প্রায় একমাস বিভিন্ন যাত্রার দল এসে কুন্ডু চৌধুরী বাড়িতে হাজির হত রাস উপলক্ষে। বাড়ির উঠোনেই বসত রাসের আসর। রাসের কিছুটা জৌলুস কমলেও আজও বহু মানুষের আকর্ষণ এই রাস উৎসব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Yatra 2024: হাওড়ার ৩ শতাব্দীর এই কুণ্ডু-চৌধুরী বাড়ির রাস উৎসব, জানুন ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল