Knowledge Story: জামায় লাগান, আর কোনও গুরুত্ব নেই! জানেন ফেলনা নয়, বোতামেরও রয়েছেন নিজের দিন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
National Button Day: বোতামের জন্যও রয়েছে এক বিশেষ দিন! ১৬ নভেম্বর 'বোতাম দিবস' ন্যাশনাল বাটন সোসাইটি’ -এর উদ্যোগে দিনটির প্রচলন হয়। অনেকেরই প্রিয় শখ বোতাম সংগ্রহ। তাঁদের প্রতি সম্মান জানাতেই প্রতিষ্ঠানটি এই দিবসের সূচনা বলে জানা যায়।
advertisement
advertisement
advertisement
এটি হয়তো তার জীবনের ভীষণ মধুর স্মৃতির একটি। এই দিবসটি এমন ধরনের স্মৃতি রোমন্থনের আরও একটি সুযোগ এনে দেয়। উল্লিখিত বোতামের সঙ্গে প্রিয় মানুষের স্পর্শ কিংবা শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ফলে সেই বোতাম হয়ে উঠেছে বিশেষ কিছু। তবে সন্দেহ নেই, বোতাম নিজ গুণেই বিশেষ বস্তু। মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। পরিধেয় বস্ত্র গায়ের সঙ্গে আটকে রাখতে এর জুড়ি নেই। প্রাচীনকালে অলঙ্কার হিসেবে বোতাম ব্যবহার করা হতো–এমন তথ্যও পাওয়া যায়। ছোট, বড়, গোল, ত্রিকোনা।
advertisement
নানা আকার ও ধরনের বোতাম রয়েছে। অনেক সময় অভিজাত ও শৌখিন মানুষ সোনাসহ আরও দামি পদার্থ দিয়ে তৈরি বোতামও ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ন্যাশনাল বাটন সোসাইটি’ -এর উদ্যোগে দিনটির প্রচলন হয়। অনেকেরই প্রিয় শখ বোতাম সংগ্রহ। তাঁদের প্রতি সম্মান জানাতেই প্রতিষ্ঠানটি এই দিবসের সূচনা বলে জানা যায়। Input- Julfikar Molla