OMG: ভাইফোঁটার রাতে ২০ লক্ষর গয়না চুরি,পেট পুরে মাছ-ভাতও খেল চোর

Last Updated:

ভাইফোঁটার রাত্রে গৃহস্থের বাড়িতে কুড়ি লক্ষ টাকার চুরি, চোর খেয়ে পালালো মাছভাতও 

গৃহস্থের বাড়িতে চুরি
গৃহস্থের বাড়িতে চুরি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ভাইফোঁটার দিন রাতে চুরির সঙ্গেসঙ্গে চোর-বাবাজি গৃহস্থের বাড়িতে পেট পুরে খেল মাছ-ভাত! এহেন কাণ্ডে চোখ ছানাবড়া ভাটপাড়ার। একদিকে বাড়ি ফাঁকা পেয়ে সোনা–রূপোর গয়না উধাও করে দিল চোর, অন্যদিকে গৃহস্থের রান্নাঘরে নিশ্চিন্তে বসে মাছ- ভাত খেয়ে চম্পট দিল।
চোখ কপালে তোলা ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তাঁর পরিবার ভাইফোঁটার অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন, ঘরের আলমারি ভাঙা, সোনা- রূপোর সমস্ত গয়না উধাও। প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রায় ২০ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। এখানেই শেষ নয়! গৃহস্থের রান্নাঘরে খাওয়ার প্রমাণও মিলেছে। ভাত ও মাছের ঝোলের হাঁড়ি ফাঁকা, পাত পেতে খাওয়ার পরই পালিয়েছে চোর বলে অনুমান পুলিশের। ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। চোরের খোঁজ করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ভাইফোঁটা থাকায় পরিবারের সদস্যরা সকলেই গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। রাতে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। রাতে খাবার জন্য মাছ-ভাত রাখা ছিল। চোর গয়না চুরির পর মাছ-ভাত খেয়ে পগারপার!
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
OMG: ভাইফোঁটার রাতে ২০ লক্ষর গয়না চুরি,পেট পুরে মাছ-ভাতও খেল চোর
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement