TRENDING:

Narendrapur: কী সর্বনাশ! মাত্র ৮ মাস আগেই বিয়ে! নরেন্দ্রপুরে নামী পানীয় সংস্থার শৌচালয়ে থেকে উদ্ধার কর্মীর রক্তাক্ত দেহ

Last Updated:

Narendrapur: ইএম বাইপাসের নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে। শুক্রবার সকালে সংস্থার বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয় ওই দেহটি। মৃতের নাম কবীর হোসেন মোল্লা (৩০)।
কবীর হোসেন মোল্লা
কবীর হোসেন মোল্লা
advertisement

জানা গিয়েছে, তিনি ওই কোম্পানির কর্মী ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তাঁর। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে।

আরও পড়ুনঃ আমেরিকার শুল্ক বাণে কাবু জেলার চিংড়ি চাষ! ভেড়িতে মড়ক, ব্যবসা বন্ধ হওয়ার জো! তবে কি আর পাতে পড়বে না গলদা, বাগদা! 

advertisement

পরিবারের দাবি, গত ২২ অক্টোবর দুপুরের পর থেকেই কবীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল সেদিনই। এরপর থেকে তাঁর ফোন বন্ধ ছিল। উদ্বিগ্ন পরিবার পরদিন সংস্থার অফিসে গিয়ে খোঁজ করলে কর্মীরা জানায়, ওঁর তো শিফট পেরিয়ে গিয়েছে। কিন্তু কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে দেখা যায় আউট মার্ক করা হয়নি। সেই অসঙ্গতি ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা। তাদের অভিযোগ, কোম্পানির মধ্যেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কবীরকে। ঘটনার পর থেকেই সংস্থার একাধিক কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে বলে দাবি উঠেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

শুক্রবার থেকেই সংস্থার মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের দাবি একটা নামী কোম্পানির ভিতরে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়! পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফুঁসছে নরেন্দ্রপুর। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendrapur: কী সর্বনাশ! মাত্র ৮ মাস আগেই বিয়ে! নরেন্দ্রপুরে নামী পানীয় সংস্থার শৌচালয়ে থেকে উদ্ধার কর্মীর রক্তাক্ত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল