এই রাস্তা তৈরি শুধু যে স্থানীয় মানুষ উপকৃত হবে এমনটা নয়। এই রাস্তা কোনা এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়ক কানেক্টিং হিসাবে কাজ করবে। জাতীয় সড়কের যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রাস্তা। দুই কিমি লম্বা এই রাস্তার এক প্রান্তে সাঁতরাগাছি সংলগ্ন খেজুরতলা। অন্য প্রান্তে ১৬ নম্বর জাতীয় সড়কের নিবড়া অঙ্কুরহাটি। প্রায় দু’কোটি টাকা ব্যয় করে চওড়া ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তার দু’পাশে কলকারখানা এবং ঘন জনবসতি। কলকারখানার বড় বড় গাড়ি আসা যাওয়া আরও সহজ হবে। মানুষের যাতায়াত বাড়বে ফলে অর্থনৈতিক উন্নতি ঘটবে।
advertisement
আরও পড়ুন: স্কুলের ভেষজ উদ্যান লাগল নতুন কাজে! দোলের আগে পড়ুয়ারা তৈরি করলেন ভেষজ আবির
একই সঙ্গে খুব সহজে কল কারখানার মালবাহী মাল বোঝাই গাড়ি যাতায়াত করতে পারবে। আর গাড়ি পাল্টি খাওয়ার ভয় থাকবে না মানুষের। হাওড়া পুরসভার অংশ হলেও পুরসভার পরিষেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মানুষকে। দীর্ঘ অপেক্ষা শেষে এই রাস্তা নতুনভাবে নির্মাণ হওয়ায় এলাকার ৮ থেকে ৮০ বয়সের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের মেজাজ। এ প্রসঙ্গে হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, খুব শীঘ্রই রাস্তার কাজ শেষ হয়ে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাস্তা নতুন করে নির্মাণ হওয়ায় এলাকার উন্নতি ঘটবে। অন্যদিকে জাতীয় সড়কের যানজট সমাধানে কাজ করবে এই রাস্তা। স্থানীয় মানুষের কথায় জানা যায়, এই রাস্তা ছাড়াও আরও বেশ কয়েকটি ছোট রাস্তা এখনও বাকি রয়েছে এলাকায়। এলাকায় প্রধান সমস্যা নিকাশি। নিকাশি ব্যবস্থার বেহাল দশা হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডে। এছাড়াও গৃহস্থলীর আবর্জনা তুলতে পুরসভার কয়েকটি ছোট গাড়ি এলাকায় প্রবেশ করলেও প্রকৃত কাজ হচ্ছে না আবর্জনা নিয়ন্ত্রণে।
রাকেশ মাইতি





