Holi 2025: স্কুলের ভেষজ উদ্যান লাগল নতুন কাজে! দোলের আগে পড়ুয়ারা তৈরি করলেন ভেষজ আবির

Last Updated:

প্রাকৃতিক উপায়ে ভেষজ আবির তৈরিতে হাত লাগাল ছাত্র শিক্ষক!

+
ভেষজ

ভেষজ আবির তৈরি করছে ছাত্র-ছাত্রী 

হাওড়া: প্রাকৃতিক উপায়ে ভেষজ আবির তৈরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে! কেমিক্যাল যুক্ত রঙ থেকে শরীর বাঁচাতে বিশেষ উদ্যোগ স্কুল শিক্ষকের। বসন্ত উৎসব বা দোল মানে রঙের উৎসব। বাজারে কেনা অধিকাংশ রঙে রয়েছে ভেজাল। বিভিন্ন ক্ষতিকারক পদার্থ রঙে মেশান যা দারুণভাবে ক্ষতি করতে পারে শরীর। শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় ছাত্রছাত্রীরা আবির প্রস্তুত করল নিজে হাতে। রঙের উৎসবের আগে আবির তৈরি বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের নিউট্রিশন ও ভেষজ উদ্যান থেকে বিভিন্ন রঙের ফুল গাছের কচি পাতা এবং বিভিন্ন রঙের সবজি ব্যবহার করে নানা উপাদান মিশিয়ে বিভিন্ন রঙের আবির তৈরি। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সমবেত হয়ে নিজেদের হাতে আবির প্রস্তুত করল। বসন্তের রঙের উৎসবে নতুন উদ্দীপনা ও আনন্দের সঙ্গে আবির তৈরিতে আগ্রহ দেখা গেল কচিকাঁচাদের।
বিদ্যালয়ে ভেষজ উপায়ে বিভিন্ন রঙের ফুল, ফল, সবজি, পাতার সাহায্যে আবির নিজে হাতে শিখল ছাত্র-ছাত্রীরা। এই বসন্তে প্রকৃতির সেই রঙ ছড়িয়ে পড়ল বিদ্যালয়ের সকল শিশু ও শিক্ষক শিক্ষিকাবৃন্দের মনে। নিজেদের হাত তৈরি আবিরে বসন্তের উৎসব পালন। মহা আনন্দের সকলে মিলে উৎসবে শামিল হয়ে সুগন্ধি আবির লাগল অঙ্গে। যে আবির মাখলে বিন্দুমাত্র ক্ষতির ভয় থাকবে না মনে। নিজেদের হাতে তৈরি আবিরে বসন্তের উৎসব আনন্দের রঙ ছড়িয়ে পড়ল স্কুল জুড়ে। নিজেদের হাতে তৈরি আবিরে দোলের উৎসবে মেতে উঠবে শিশুরা।
advertisement
advertisement
শিশুদের স্বাস্থ্যের দিক গুরুত্ব রেখে এই আবির তৈরি বলেই জানিয়েছেন, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যাললয়ের প্রধান শিক্ষক। শিশুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রঙের আবির প্রস্তুত করল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত সহ অন্যান্য শিক্ষক দ্বৈপায়ন দুয়ারী, সৌভিক ঘোষ, শিক্ষিকা যোগমায়া মন্ডল, কৃষ্ণা পাত্র, চামেলী দে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “বিদ্যালয়ে সারা বছর পঠনপাঠনের সঙ্গে বিভিন্ন সামাজিক ও অনুষ্ঠানে উৎসব কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করা হয়। বসন্তের আগমনে বিদ্যালয়ে বসন্ত উৎসব উৎযাপন ও দোল উৎসবের প্রয়োজনীয় আবির বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রস্তুত করা হল। যে আবির ত্বকের কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না।বাজারে থেকে আবির খুব সহজে কিনতে পাওয়া গেলেও সেই আবিরে শরীরে ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি।”
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2025: স্কুলের ভেষজ উদ্যান লাগল নতুন কাজে! দোলের আগে পড়ুয়ারা তৈরি করলেন ভেষজ আবির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement