TRENDING:

Howrah News: বাংলার নৌকার ঐতিহ্যকে তুলে ধরতে প্রদর্শনী হাওড়ায়!

Last Updated:

নদীমাতৃক বাংলা, বাংলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় অসংখ্য নদী, এই সমস্ত নদীতে মানুষের জীবন জীবিকার উপর নির্ভর করে নানা রকম নৌকার চল, সেই সমস্ত নৌকার মডেল ও ছবিতে প্রদর্শনী হাওড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: স্বরূপে নৌকো! বাংলা ও বাঙালির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে নৌকা। বাংলার নদীকেন্দ্রিক সংস্কৃতি তার রূপরেখা বর্তমান সময়ে মানুষের সামনে তুলে ধরতে এই প্রদর্শনী প্রচলিত এবং অপ্রচলিত নৌকার মডেল এবং ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। নদী কেন্দ্রিক বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা নানা নৌকা দেখা যাবে এখানে। নৌকার আকৃতি, নৌকার চল এবং হারিয়ে যাওয়া নৌকা বিষয় কে তুলে ধরতে এমন উদ্যোগ। হাওড়া জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় ডিঙ্গি শালতি নৌকার চল বা নৌকার ব্যবহার এই সময়ও বেশ ভাল রয়েছে। শহর অঞ্চলের মানুষের কাছে নৌকার প্রয়োজনীয়তা প্রায় না থাকা।
advertisement

আরও পড়ুন: যেন জামাইবাবু-শ্যালিকা! জুতো লুকিয়ে টাকা লুঠ কে করে? হিন্দমোটরের অবিশ্বাস্য কাণ্ডে আতঙ্ক 

তবে বাংলা সংস্কৃতিতে অতপ্রতভাবে জড়িয়ে থাকা নৌকার প্রতি কদর কমিনি কোন অংশের মানুষের। প্রায় ২০ দিন ধরে চলা এই প্রদর্শন দারুন আগ্রহ দেখা দিয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে নতুন প্রজন্ম দারুন আগ্রহ দেখাচ্ছে।

advertisement

আরও পড়ুন: ছাপ্পান্ন ভোগের সঙ্গে ঝিনুকবাটি, চুষিকাঠি! সাড়ম্বরে মহাপ্রভুর অন্নপ্রাশন পালিত হয় মন্দিরে

View More

বিশেষত প্রথমবার শহরে এই নৌকার প্রদর্শনীতে। এমন কিছু নৌকার মডেল রয়েছে যেগুলো হুবহু বড় নৌকার মত। নৌকার প্রস্তুতি চিত্র ও জ্যামিতিক মাপ বিভিন্ন বিষয়কে সামনে রাখা হয়েছে এই প্রদর্শনীতে। শহরে প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই নৌকা প্রদর্শনীতে স্থান পেয়েছে চাঁদ নৌকা, পাউকিয়া, বারকি, ডিঙ্গি, জেলে ডিঙ্গি, সুবর্ণরেখা ডুঙ্গা, বেতনাই, রবীন্দ্রনাথের পদ্মা বোট সহ বেশ কিছু নৌকা মডেল ও ছবি সমৃদ্ধ হাওড়া আনন্দী আর্ট গ্যালারিতে নৌকা প্রদর্শনী। দারুণভাবে মানুষকে আকৃষ্ট করছে চাঁদনৌকা পদ্মাবোট খোরোকিস্তি এর মত মডেল গুলি। এই প্রসঙ্গে উদ্যোক্তা জানান, বাংলার সংস্কৃতিতে অঙ্গা অঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে নৌকা। গান কোভিদ লেখা শিল্পীর রং তুলিতে নৌকা কিভাবে নৌকা জড়িয়ে রয়েছে তা তুলে ধরতে এই উদ্যোগ। এ প্রসঙ্গে নৌকা বিশেষজ্ঞ স্বরূপ ভট্টাচার্য জানান, বাংলা ও বাঙালির সঙ্গে নৌকার যে সম্পর্ক তা তুলে ধরতে এই প্রদর্শনী। এখানে বর্তমান সময় প্রচলিত এবং অপ্রচলিত নৌকার মডেল ও ছবি স্থান পেয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাংলার নৌকার ঐতিহ্যকে তুলে ধরতে প্রদর্শনী হাওড়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল