আরও পড়ুন: যেন জামাইবাবু-শ্যালিকা! জুতো লুকিয়ে টাকা লুঠ কে করে? হিন্দমোটরের অবিশ্বাস্য কাণ্ডে আতঙ্ক
তবে বাংলা সংস্কৃতিতে অতপ্রতভাবে জড়িয়ে থাকা নৌকার প্রতি কদর কমিনি কোন অংশের মানুষের। প্রায় ২০ দিন ধরে চলা এই প্রদর্শন দারুন আগ্রহ দেখা দিয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে নতুন প্রজন্ম দারুন আগ্রহ দেখাচ্ছে।
advertisement
আরও পড়ুন: ছাপ্পান্ন ভোগের সঙ্গে ঝিনুকবাটি, চুষিকাঠি! সাড়ম্বরে মহাপ্রভুর অন্নপ্রাশন পালিত হয় মন্দিরে
বিশেষত প্রথমবার শহরে এই নৌকার প্রদর্শনীতে। এমন কিছু নৌকার মডেল রয়েছে যেগুলো হুবহু বড় নৌকার মত। নৌকার প্রস্তুতি চিত্র ও জ্যামিতিক মাপ বিভিন্ন বিষয়কে সামনে রাখা হয়েছে এই প্রদর্শনীতে। শহরে প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই নৌকা প্রদর্শনীতে স্থান পেয়েছে চাঁদ নৌকা, পাউকিয়া, বারকি, ডিঙ্গি, জেলে ডিঙ্গি, সুবর্ণরেখা ডুঙ্গা, বেতনাই, রবীন্দ্রনাথের পদ্মা বোট সহ বেশ কিছু নৌকা মডেল ও ছবি সমৃদ্ধ হাওড়া আনন্দী আর্ট গ্যালারিতে নৌকা প্রদর্শনী। দারুণভাবে মানুষকে আকৃষ্ট করছে চাঁদনৌকা পদ্মাবোট খোরোকিস্তি এর মত মডেল গুলি। এই প্রসঙ্গে উদ্যোক্তা জানান, বাংলার সংস্কৃতিতে অঙ্গা অঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে নৌকা। গান কোভিদ লেখা শিল্পীর রং তুলিতে নৌকা কিভাবে নৌকা জড়িয়ে রয়েছে তা তুলে ধরতে এই উদ্যোগ। এ প্রসঙ্গে নৌকা বিশেষজ্ঞ স্বরূপ ভট্টাচার্য জানান, বাংলা ও বাঙালির সঙ্গে নৌকার যে সম্পর্ক তা তুলে ধরতে এই প্রদর্শনী। এখানে বর্তমান সময় প্রচলিত এবং অপ্রচলিত নৌকার মডেল ও ছবি স্থান পেয়েছে।
রাকেশ মাইতি