তবে একটা সময় পূর্বস্থলীর খ্যাতি ছিল তাঁতের শাড়ির জন্য। সময়ের সঙ্গে সবকিছুই বদলেছে। সেরকমই এখন এই পূর্বস্থলী সকলের কাছে পরিচিত গাছের চারার জন্য। সত্যি বলতে এই পূর্বস্থলী বর্তমানে এমন একটা জায়গা হয়ে উঠেছে যেখানে পাওয়া দেশি, বিদেশী সব ধরণের গাছ। আর এই নিত্যনতুন বিভিন্ন ধরনের গাছের চারা কেনার জন্যই এখানে আসেন রাজ্য সহ ভিন রাজ্যের বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: গরমে বেশি বেশি করে জল পান করতে বললে কি হবে! যদি আসল জিনিসটাই না পাওয়া যায়, নাজেহাল অবস্থা বর্ধমানে
এখানকার একটি নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত জানিয়েছেন, “ভিন রাজ্য থেকে আমাদের এখানে বহু মানুষ আসেন। বিহার, ঝাড়খণ্ড, আসাম, ওড়িশা, তামিলনাড়ু , অন্ধ্রপ্রদেশ থেকেও অনেকেই আসেন। আগে তাঁত শিল্প থাকলেও এখন নার্সারি ব্যবসা প্রধান। নার্সারির উপর পূর্বস্থলীর টোটাল অর্থনীতি নির্ভর করছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্বস্থলী গ্রামে এখন গড়ে উঠেছে একাধিক নার্সারি। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে শুধুই নার্সারি। কমবেশি প্রত্যেকটা নার্সারিতেই পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ। নিত্যনতুন ফুল থেকে শুরু করে ফল গাছের চারা সবই পাওয়া যাবে বর্ধমানের এই গ্রামে। প্রায় সকলেই বলেন যে পূর্বস্থলী গ্রামে গেলে সব ধরনের গাছই পাওয়া যাবে, দেশি হোক বা বিদেশী গাছ কিনতে গিয়ে খালি হাতে ফেরেননা কেউই।
বর্তমানে নার্সারি ব্যবসা এই গ্রামের বাসিন্দাদের যেন প্রধান ব্যবসা হয়ে উঠেছে। ছোট থেকে বড় সকলেই যুক্ত রয়েছেন এই নার্সারির সঙ্গে। ধীরে ধীরে এই গ্রামের নাম ছড়িয়ে পড়ছে সারা দেশে। অনলাইন মাধ্যমেও বর্ধমানের এই গ্রামের চারা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
বনোয়ারীলাল চৌধুরী





