East Bardhaman News: গরমে বেশি বেশি করে জল পান করতে বললে কি হবে! যদি আসল জিনিসটাই না পাওয়া যায়, নাজেহাল অবস্থা বর্ধমানে

Last Updated:

জলের জন্য নাজেহাল হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার এই এলাকার বহু মানুষ

+
স্থানীয়

স্থানীয় বাসিন্দা 

পূর্ব বর্ধমান: তীব্র গরমে নাজেহাল হতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্যের মানুষকে। আর এই গরমের সময় অন্যতম প্রয়োজনীয় জিনিস হল পানীয় জল। এই গরমের মধ্যে চিকিৎসকেরাও বেশি করে জল পান করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু যদি সেই পানীয় জলই ঠিকভাবে না পাওয়া যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? এই গরমে পানীয় জল না পাওয়া গেলে কষ্টের আর শেষ থাকবে না। সেরকমই এই একইধরনের ছবি দেখা গেল এবার পূর্ব বর্ধমান জেলায়।
জলের জন্য নাজেহাল হচ্ছেন জেলার এই এলাকার বহু মানুষ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের অধীনস্থ পারুলডাঙ্গা এলাকার অনেকেই এই জলের সমস্যায় ভুগছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাহিদুল শেখ বলেন, “প্রায় একমাস ধরে এখানে পানীয় জল পাওয়া যাচ্ছেনা। অনেক জায়গায় বলার পরেও কোন সুরাহা হয়নি। অন্যদের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে।”
advertisement
advertisement
স্থানীয়দের কথায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে এলাকায় একটি বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প তৈরি হয়েছিল। কিন্তু গত এক মাস ধরে সেই জল প্রকল্পটি খারাপ হয়ে যাওয়ার কারণে পরিশোধিত পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসীরা। যার ফলে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে এসে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। একই সঙ্গে এলাকার মানুষদের আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে তারা নিজেরাও নিজেদের উদ্যোগে বাড়িতে জলের কল বসাতে পারেননি, ফলে তীব্র গরমে জলকষ্টে ভুগতে হচ্ছে এই এলাকার বহু মানুষকে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানু বিবি বলেন, “এই গরমে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই সমস্যার সমাধান হলে আমাদের অনেক উপকার হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে নির্দিষ্ট বিষয়ে জানিয়েও কোন ফল হয়নি। তবে নাদনঘাট পঞ্চায়েতের উপপ্রধান মোমিন হোসেন মন্ডল জানিয়েছেন, “এই প্রকল্পটি জেলা পরিষদ তৈরি করেছিল। আমরা এই সিস্টেমের কল সারানোর জন্য কোন মিস্ত্রি পাচ্ছিনা। জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।”
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: গরমে বেশি বেশি করে জল পান করতে বললে কি হবে! যদি আসল জিনিসটাই না পাওয়া যায়, নাজেহাল অবস্থা বর্ধমানে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement