প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদনেও আসবে নতুন সম্ভাবনা। নিতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা বাপ্পা মণ্ডল বলেন, “মুসুর, খেসারি ও সরিষা, এই তিনটি ফসলই সহজ ও কম খরচে চাষ করা যায়। স্বল্প জলে টিকে থাকার ক্ষমতা থাকায় এগুলো কৃষকদের জন্য লাভজনক চাষ হতে পারে।” এদিন কৃষকদের ডালজাতীয় এই সমস্ত শস্য চাষের পদ্ধতি ও সার ব্যবহারের কৌশল-সহ নানা প্রযুক্তিগত দিক সম্পর্কেও পরামর্শ দেন কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
অন্যদিকে, পুরুলিয়ার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব জানান, ইতিমধ্যেই এলাকার ৫০ জন অভিজ্ঞ কৃষকের হাতে উন্নতমানের বীজ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে নিতুড়িয়া ব্লকের সকল কৃষকের কাছেই এই বীজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার বিশ্বাস, এই উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং কৃষি-ভিত্তিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এই উদ্যোগে কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্বল্প বিনিয়োগে লাভজনক চাষের সুযোগ মিললে পুরুলিয়ার কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন তারা।





