Purulia News: বাংলা পেরিয়ে ভিনরাজ্যেও ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী হস্ততাঁত, সুদিন ফেরার আশায় তাঁতিরা

Last Updated:

Purulia News: পুরুলিয়ায় তৈরি হস্ততাঁত বস্ত্রগুলি ঝাড়খণ্ড রাজ্য সহ রানীগঞ্জ ও বাঁকুড়ার মতো বিভিন্ন জেলাতেও পৌঁছে যাচ্ছে, যা স্থানীয় শিল্পীদের সুনাম এবং অর্থনৈতিক বিকাশ দু'টোই বৃদ্ধি করছে। এই প্রাচীন ও ঐতিহ্যবাহী হস্ততাঁত শিল্পকে নিয়ে এখনও আশার আলো দেখছেন পুরুলিয়ার তাঁত শিল্পীরা।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার হস্ততাঁত শিল্প

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার হস্তচালিত তাঁতবস্ত্র এখন জেলার সীমানা পেরিয়ে ভিনরাজ্যেও বিশেষ পরিচিতি লাভ করছে। হস্ততাঁত শিল্পের উন্নয়নে সরকারি উদ্যোগে পুরুলিয়ার কাশীপুরে গড়ে তোলা হয়েছে ‘কাশীপুর বৃহদায়তন তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড’-এর আধুনিক তাঁতবস্ত্র কেন্দ্র। এই কেন্দ্রে কাশীপুরের কালাপাথরের তাঁত শিল্পীরা নিজেদের হাতে তৈরি শাড়ি, ধুতি, গামছা সহ বিভিন্ন ধরনের হস্ততাঁত পণ্য বিক্রি করছেন। সেই হস্ততাঁত বস্ত্রগুলি ঝাড়খণ্ড রাজ্য সহ রানীগঞ্জ ও বাঁকুড়ার মতো বিভিন্ন জেলাতেও পৌঁছে যাচ্ছে, যা স্থানীয় শিল্পীদের সুনাম এবং অর্থনৈতিক বিকাশ দু’টোই বৃদ্ধি করছে।
কালাপাথর গ্রামের বাসিন্দা তাঁত শিল্পী কাঞ্চন রক্ষিত বলেন, “বর্তমান সময়েও হস্ততাঁত বস্ত্রের চাহিদা বেশ ভাল। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে এই পণ্যের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। আমাদের হাতের তৈরি শাড়ি ও অন্যান্য পণ্য এখন ঝাড়খণ্ডেও জনপ্রিয়তা পাচ্ছে।”
আরও পড়ুনঃ বেপরোয়া গতিতে গাড়ি চালানো অতীত! বন্যপ্রাণ বাঁচাতে এবার গতি নিয়ন্ত্রণে কড়াকড়ি, বন দফতরের বড় পদক্ষেপ
আনন্দের পাশাপাশি কিছুটা আক্ষেপও রয়েছে তাঁর কথায়। তিনি জানান, “এখন আর এই শিল্পে অনেকেই টিকে থাকতে পারছেন না, কারণ আগের মতো পারিশ্রমিক মিলছে না। তবুও আমরা এই ঐতিহ্যকে ধরে রেখেছি এবং যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার এই প্রাচীন ও ঐতিহ্যবাহী হস্ততাঁত শিল্পকে নিয়ে এখনও আশার আলো দেখছেন পুরুলিয়ার তাঁত শিল্পীরা। তাঁদের বিশ্বাস, সরকার যদি এই শিল্পের জন্য সহায়তায় এগিয়ে আসে, তবে এই ঐতিহ্যবাহী হস্ততাঁত শিল্প ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাংলা পেরিয়ে ভিনরাজ্যেও ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী হস্ততাঁত, সুদিন ফেরার আশায় তাঁতিরা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement