মানুষের স্বাস্থ্যর দিকে গুরুত্ব দিয়ে প্রতি নিয়ত স্বাস্থ্য বিভাগের নির্দেশ পালন করছে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা। সারা বছর এমন নানাবিধ উদ্যোগ নেওয়ার পরেও বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সতর্ক ও সচেতনতার দিক থেকে এগিয়ে বেশকিছু গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে অন্যতম গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। সাম্প্রতিক ডেঙ্গি সচেতনতার রিপোর্টে জেলায় এগিয়ে এই পঞ্চায়েত।
advertisement
আরও পড়ুন: ২ কোটি টাকায় তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা! আরও সহজ হবে কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক যাতায়াত
আশা কর্মী, আইসিডিএস কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সারা বছর গ্রামীণ সম্পদ কর্মী বা ভিআরপি ভিভিডিসি কর্মীরা কাজ করে চলেছে। এর পরেও বেশ কিছু সাধারণ রোগ ভীষণভাবে ভাবিয়ে তোলে বা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার মধ্যে অন্যতম হল ডেঙ্গি। ডেঙ্গির গতিবিধি লক্ষ্য রাখা। ডেঙ্গি নিয়ন্ত্রণ এবং মশার বংশবিস্তার সম্পর্কে অবগত হওয়ার পরেও সামান্য উদাসীনতা বা অসতর্কতার ফলে বহু ক্ষেত্রে ডেঙ্গি ভয়াবহ রূপ নেয়। সারা বছর একটু একটু করে সচেতনী ভূমিকা পালন করলে ডেঙ্গি ও পতঙ্গবাহিত রোগ থেকে সুরক্ষা থাকা যেতে পারে। যদিও সেই নির্দেশিকা প্রতিনিয়ত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষের উদাসীনতা উঠে আসে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে ভিআরপি কর্মী এবং পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি জানান, “বিভিন্নভাবে সচেতনতা এবং ডেঙ্গি দমনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এই সমস্ত সমস্যার সমাধানে সারা বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সারা বছর একটু একটু সচেতনতা বিপদমুক্ত হওয়া সম্ভব।”
রাকেশ মাইতি





