Howrah News: ২ কোটি টাকায় তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা! আরও সহজ হবে কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক যাতায়াত
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
১৫-২০ বছর পর নতুন রাস্তার কাজ শুরু হতেই স্বস্তি ফিরল বাসিন্দাদের মধ্যে
হাওড়া: দীর্ঘ প্রায় ১৫-২০ বছর হয়নি রাস্তা। নতুন রাস্তা পেয়ে যন্ত্রণা মুক্ত হতে চলেছে হাওড়া পুরসভার অন্তর্গত কয়েকশো পরিবার। বহু অভিযোগ, আবেদন শেষে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হতে খুশির হাওয়া লেগেছে মানুষের মনে। জীর্ণ ভাঙা রাস্তা ঢাকছে কংক্রিট চাদর, তাতেই স্বস্তির নিঃশ্বাস মানুষের। হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ড কাছারিপাড়া ও উত্তর উনসানির একটি গুরুত্বপূর্ণ রাস্তা। দু’টি বড় রাস্তা যোগাযোগকারী খেজুরতলা থেকে উত্তর উনসানি প্রায় দু’কিলোমিটার রাস্তা। স্থানীয় মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে। মানুষের দাবির ভিত্তিতেই নতুনভাবে রাস্তা নির্মাণে হাত লাগিয়েছে হাওড়া পুরসভা। ঝাঁ চকচকে এই রাস্তা সম্পূর্ণ হলে, স্থানীয় মানুষের জীবন জীবিকার পরিবর্তন ঘটবে বলেই আশাবাদী।
এই রাস্তা তৈরি শুধু যে স্থানীয় মানুষ উপকৃত হবে এমনটা নয়। এই রাস্তা কোনা এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়ক কানেক্টিং হিসাবে কাজ করবে। জাতীয় সড়কের যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রাস্তা। দুই কিমি লম্বা এই রাস্তার এক প্রান্তে সাঁতরাগাছি সংলগ্ন খেজুরতলা। অন্য প্রান্তে ১৬ নম্বর জাতীয় সড়কের নিবড়া অঙ্কুরহাটি। প্রায় দু’কোটি টাকা ব্যয় করে চওড়া ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তার দু’পাশে কলকারখানা এবং ঘন জনবসতি। কলকারখানার বড় বড় গাড়ি আসা যাওয়া আরও সহজ হবে। মানুষের যাতায়াত বাড়বে ফলে অর্থনৈতিক উন্নতি ঘটবে।
advertisement
advertisement
একই সঙ্গে খুব সহজে কল কারখানার মালবাহী মাল বোঝাই গাড়ি যাতায়াত করতে পারবে। আর গাড়ি পাল্টি খাওয়ার ভয় থাকবে না মানুষের। হাওড়া পুরসভার অংশ হলেও পুরসভার পরিষেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মানুষকে। দীর্ঘ অপেক্ষা শেষে এই রাস্তা নতুনভাবে নির্মাণ হওয়ায় এলাকার ৮ থেকে ৮০ বয়সের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের মেজাজ। এ প্রসঙ্গে হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, খুব শীঘ্রই রাস্তার কাজ শেষ হয়ে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাস্তা নতুন করে নির্মাণ হওয়ায় এলাকার উন্নতি ঘটবে। অন্যদিকে জাতীয় সড়কের যানজট সমাধানে কাজ করবে এই রাস্তা। স্থানীয় মানুষের কথায় জানা যায়, এই রাস্তা ছাড়াও আরও বেশ কয়েকটি ছোট রাস্তা এখনও বাকি রয়েছে এলাকায়। এলাকায় প্রধান সমস্যা নিকাশি। নিকাশি ব্যবস্থার বেহাল দশা হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডে। এছাড়াও গৃহস্থলীর আবর্জনা তুলতে পুরসভার কয়েকটি ছোট গাড়ি এলাকায় প্রবেশ করলেও প্রকৃত কাজ হচ্ছে না আবর্জনা নিয়ন্ত্রণে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ২ কোটি টাকায় তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা! আরও সহজ হবে কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক যাতায়াত