এগরা বস্তিয়া একতার সংঘের মূল আকর্ষণ বিশাল আকারের কালী প্রতিমা। বিগত কয়েক বছর ধরে বস্তিয়া একতার সংঘ প্রায় ৫০ ফুটের কালী প্রতিমা তৈরি করে জেলা জুড়ে খ্যাতি অর্জন করেছে। বহু দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই প্রতিমার জাঁকজমক দেখতে ভিড় জমান। তবে এবছর আবহাওয়ার পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষ উচ্চতা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও এবছরও তৈরি হচ্ছে ৪০ ফুটের সুবিশাল প্রতিমা, যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে পুজো উদ্যোক্তারা।
advertisement
হাতে আর মাত্র কটা দিন। প্রতিমা তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে। প্রতিমা শিল্পীরা দিন-রাত এক করে খড়, মাটি-সহ নানা উপকরণ দিয়ে বিশাল আকৃতির এই প্রতিমা তৈরিতে ব্যস্ত। শিল্পীর হাতের নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের এই মহাকায় রূপ। মণ্ডপ সজ্জায়ও থাকছে অভিনবত্ব। শিল্পীর হাতে মণ্ডপের সজ্জায় উঠে আসছে ভিন্ন ধরনের থিম এবং কারুকার্য, যা এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুজোর রাতে পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রচুর দর্শনার্থী এই মণ্ডপে ভিড় করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান বছরে পুজো শুরুর আগেই মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীর মধ্যে উন্মাদনাও এখন তুঙ্গে। পুজোর ক’টা দিন প্রতিমা দর্শন ছাড়াও দর্শকদের জন্য থাকছে নানা ধরনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, প্রতি বছরের মতো এবারও প্রচুর মানুষের সমাগম হবে বস্তিয়া একতার সংঘের মণ্ডপে। ৪০ ফুটের এই কালী প্রতিমা যে এবারও পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে, তা আর বলার অবকাশ রাখে না।