TRENDING:

East Bardhaman News: বর্ধমানে বেনারসের ছোঁয়া! কঙ্কালেশ্বরী মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি 

Last Updated:

East Bardhaman News: বেনারসের জনপ্রিয় গঙ্গা আরতির মতই এক মনমুগ্ধকর সন্ধ্যা আরতির অভিজ্ঞতা মিলবে এবার পূর্ব বর্ধমান জেলাতেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বেনারসের জনপ্রিয় গঙ্গা আরতির মতই এক মনমুগ্ধকর সন্ধ্যা আরতির অভিজ্ঞতা মিলবে এবার পূর্ব বর্ধমান জেলাতেই। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহরের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির সংলগ্ন পুকুরে শুরু হয়েছে এই বিশেষ সন্ধ্যা আরতি, যা শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছে। অনেকেরই ইচ্ছা থাকে বেনারসের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সেই জনপ্রিয় সন্ধ্যারতি দেখার। কিন্তু ব্যস্ত জীবনযাত্রা ও সময়ের অভাবে তা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
advertisement

এবার বেনারসে না গিয়েও বর্ধমানের মানুষ ঠিক তেমনই এক অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বর্ধমান শহরের মধ্যেই । প্রতি রবিবার সন্ধে ৬:৩০ থেকে থেকে কঙ্কালেশ্বরী মন্দির সংলগ্ন পুকুরের ঘাটে শুরু হয় এই বিশেষ আরতি অনুষ্ঠান, যা দেখতে ভিড় জমান শতাধিক মানুষ। এই বিষয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক মহাদেব রায় বলেন, এই চিন্তাভাবনা বিধায়ক সাহেবের। তার উদ্যোগেই শুরু হয়েছে এই সন্ধ্যারতি।এই সন্ধ্যা আরতি এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে বর্ধমান শহরের মধ্যে। এছড়াও ধূপ, ঘণ্টাধ্বনি, ভক্তিমূলক সংগীত সঙ্গে প্রদীপের আলোয় আলোকিত জলাশয় যেন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরতির সময় মন্দির চত্বর এবং পুকুরের চারপাশে বসার সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ আরতি নির্বিঘ্নে উপভোগ করতে পারেন। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমানবাসী। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং শহরের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। আরতি দেখতে এসে সুতপা সেন বলেন, বেনারস যাওয়া সম্ভব নয়, কাজের চাপে হয়ে ওঠেনা। তবে এখানে একই রকমের আরতি দেখতে পেয়ে বেশ ভাল লাগল। সত্যিই এটা খুবই ভাল একটা উদ্যোগ।

advertisement

View More

আরও পড়ুন: Shani Dev In Silver Leg: ২০২৭ পর্যন্ত শনিদেব দেবেন বিরাট টাকা, ৩ রাশির জন্য থাকছে আরও বড় খবর! আকাশ ছুঁতে পারবেন জাতক-জাতিকারা

আরও পড়ুন: Venus In Purva Bhadrapada 2025: শুক্রের নক্ষত্র পরিবর্তনে বিরাট লাভ! ৩ রাশি পয়লা বৈশাখে দেখবে মোটা টাকার মুখ, গাড়ি-বাড়িতে এলাহি ব্যাপার

আগামী দিনে এই সন্ধ্যা আরতিকে আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ এই অভূতপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ হতে পারেন। বর্ধমান শহরের মানুষদের জন্য এটি এক নতুন সংযোজন, যা তাঁদের আত্মিক প্রশান্তি দেবে এবং এক নয়া সাংস্কৃতিক চেতনাকে জাগিয়ে তুলবে। ভবিষ্যতে এই সন্ধ্যারতি আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়লে, এটি বর্ধমানের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই এই জায়গায় অনেকেই আসছেন এবং এহেন আয়োজন ও আরতি দেখে খুবই আনন্দিত হচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল তো নয় যেন ক্ষুদে পড়ুয়াদের 'আনন্দ আশ্রম'! সরকারি বিদ্যালয়ের এমন চেহারা প্রশংসনীয়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানে বেনারসের ছোঁয়া! কঙ্কালেশ্বরী মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল