Baruipur: অন্তেষ্টিক্রিয়া সেরে ফেরার পথে মিনি ট্রাক উলটে সাংঘাতিক কাণ্ড! আটকে পড়া যাত্রীদের কাতর চিৎকার, আহত ২০, বারুইপুরে চাঞ্চল্য
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Baruipur News: মঙ্গলবার রাতে ক্যানিংয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার দেহ দাহ করার জন্য সকালে বারুইপুর শ্মশানে নিয়ে আসা হয়। অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করে মিনি ট্রাকে করে ফেরার জন্য রওনা দেন শববাহী যাত্রীরা। পথেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ভয়াবহ পথ দুর্ঘটনা। দাহকার্য সেরে বাড়ি ফেরার পথে মিনি ট্রাক উলটে গুরুতর জখম হলেন প্রায় কুড়িজন যাত্রী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আহতদের সকলকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কীভাবে দুর্ঘটনা ঘটল! তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় গাড়িচালক আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুনঃ চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতি! পথেই মৃত্যু বাইক চালকের, আহত তৃণমূল নেতার অসুস্থ ছেলে
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ক্যানিংয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার দেহ দাহ করার জন্য সকালে বারুইপুর শ্মশানে নিয়ে আসা হয়। অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাড়িতে উঠে ফেরার জন্য রওনা দেন শববাহী যাত্রীরা। পথেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানান, ‘আমি রাস্তার উপরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি একটি গাড়ি দ্রুতগতিতে আসছিল। আচমকাই উলটে যায় সেটি। তারপর গাড়ির মধ্যে থাকা যাত্রীরা চেঁচামেচি শুরু করেন’। এরপরেই ছুটে আসেন লোকজন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারুইপুর থানার পুলিশ চলে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 29, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur: অন্তেষ্টিক্রিয়া সেরে ফেরার পথে মিনি ট্রাক উলটে সাংঘাতিক কাণ্ড! আটকে পড়া যাত্রীদের কাতর চিৎকার, আহত ২০, বারুইপুরে চাঞ্চল্য

