ধরুন কলকাতায় চলা একটি স্কুটিতে ব্যবহৃত হয়েছে অন্য এক বাইকের নম্বরপ্লেট! আর সেই অপরাধের দায় এসে পড়েছে নিরপরাধ বাইক মালিকের ঘাড়ে। আসল ঘটনাটি ঘটেছে কলকাতার ইকোপার্ক থানা এলাকায়।
জানা গিয়েছে, কয়েক দিন আগে ইকো পার্ক ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট আইন ভঙ্গের অভিযোগে এক স্কুটি চালককে জরিমানা করেন। কিন্তু সেই জরিমানা না দেওয়ায় সরকারি তরফে ফাইন নোটিশ পাঠানো হয় গাড়ির মালিকের নামে। আর তাতেই চমকে ওঠেন হাবড়ার বাসিন্দা খোকন সরকার, যিনি পেশায় একজন গ্রামীণ চিকিৎসক।
advertisement
খোকনবাবুর অভিযোগ, তাঁর বাইকের নম্বর ব্যবহার করা হয়েছে সেই স্কুটিতে। তিনি জানান, বাইক কেনার পর কখনও হাবড়ার বাইরেই যাননি তিনি। অথচ কলকাতার ইকোপার্কে আমার নাম্বারে ফাইন হয়েছে, যদি ওই স্কুটি দিয়ে বড় কোনও অপরাধ হয়, তবে এই ডাক্তারের নাম জড়াবে বা দোষ চাপবে। এখন সেই আতঙ্কই ঘিরে ধরেছে তাকে। পরিস্থিতি বুঝে তিনি যোগাযোগ করেন হাবড়া থানার পাশাপাশি ইকোপার্ক থানার সঙ্গেও।
আরও পড়ুন- বিশ্ববাংলা সরণি যেন মরণফাঁদ! ভোগান্তিতে বাইক আরোহীরা
দুই থানার তরফে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে প্রশাসনের কাছে খোকনবাবুর আবেদন, এই ধরনের প্রতারণার যারা করছে তদন্ত করে নম্বরপ্লেট জালিয়াতির সঙ্গে যোগ থাকা অভিযুক্তদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে বেশ কয়েকটি ঘটনায় শহরে বাইক ও স্কুটির নম্বর বদল করে চলা এই ধরনের প্রতারণা চক্র প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।
Rudra Narayan Roy





