Dangerous Condition of Biswa Bangla Sarani: বিশ্ববাংলা সরণি যেন মরণফাঁদ! ভোগান্তিতে বাইক আরোহীরা

Last Updated:

Dangerous Condition of Biswa Bangla Sarani: মরণফাঁদ বিশ্ববাংলা সরণি। রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইক স্লিপ করে পড়ছে। হিডকোর পক্ষ থেকে মাটি সরানোর কাজ চলছে। নিউটাউন বিশ্ববাংলা সারণি রাত হলেই মাটির লরি ডাম্পার চলে।

বিশ্ববাংলা সরণি
বিশ্ববাংলা সরণি
নিউটাউনঃ মরণফাঁদ বিশ্ববাংলা সরণি। রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইক স্লিপ করে পড়ছে। হিডকোর পক্ষ থেকে মাটি সরানোর কাজ চলছে। নিউটাউন বিশ্ববাংলা সারণি রাত হলেই মাটির লরি ডাম্পার চলে। সেই ডাম্পার থেকেই রাস্তায় মাটি পড়ে থাকে আর সকাল থেকে বৃষ্টি শুরু হতেই একেবারে মরণফাঁদ অবস্থা। সমস্ত বাইক আরোহীরা পড়ে যাচ্ছে আচমকা রাস্তার উপরে।
আরও পড়ুনঃ দীপাবলি-ছটের আতসবাজি থেকে চোখে সমস্যা, গুরুতর আঘাত, ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে সঙ্গে রাখুন বিশেষজ্ঞের পরামর্শ
পুলিশ সূত্রে খবর, রাতভর কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মাটি রাস্তায় পরে। আর রাতভর ঝিরিঝিরি বৃষ্টি যার জেরে পিচ্ছিল হয়ে যায় গোটা রাস্তা। সকাল থেকে অফিসে যাওয়ার জন্য বাইকে করে যারা বেরিয়েছিলেন তারা এই মাটির উপর দিয়ে যাওয়ার সময় স্লিপ করে অনেকেই পড়ে যান।
advertisement
advertisement
তারপরে নিউটাউন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আগত বাইক চালকদের সার্ভিস রোড দিয়ে পাস করানো হয়। নিউটাউন বন্ধের মোড় থেকে যাত্রাগাছি যাওয়ার এই রাস্তার উপরেই পড়েছিল মাটি। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডিসি ট্রাফিক। হিডকো পক্ষ থেকে কর্মীরা এসে এই মাটি সরিয়ে ফেলার কাজ করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dangerous Condition of Biswa Bangla Sarani: বিশ্ববাংলা সরণি যেন মরণফাঁদ! ভোগান্তিতে বাইক আরোহীরা
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement