South Bengal News : হাবড়ার চিকিৎসক গাড়ি নিয়ে যাননি এলাকার বাইরে, ইকোপার্ক থেকে এল আইনভঙ্গের অভি‌যোগ!

Last Updated:

Kolkata Traffic Police- শহরে ফের মাথাচাড়া দিচ্ছে প্রতারণা চক্র। এবার এক অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটারের ফারাক, তবে একজনের ভুলের মাশুল দিতে হবে আরেকজনকে!

+
নম্বর

নম্বর এক, বদলে গিয়েছে গাড়ি!

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শহরে ফের মাথাচাড়া দিচ্ছে প্রতারণা চক্র। এবার এক অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটারের ফারাক, তবে একজনের ভুলের মাশুল দিতে হবে আরেকজনকে!
ধরুন কলকাতায় চলা একটি স্কুটিতে ব্যবহৃত হয়েছে অন্য এক বাইকের নম্বরপ্লেট! আর সেই অপরাধের দায় এসে পড়েছে নিরপরাধ বাইক মালিকের ঘাড়ে। আসল ঘটনাটি ঘটেছে কলকাতার ইকোপার্ক থানা এলাকায়।
জানা গিয়েছে, কয়েক দিন আগে ইকো পার্ক ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট আইন ভঙ্গের অভিযোগে এক স্কুটি চালককে জরিমানা করেন। কিন্তু সেই জরিমানা না দেওয়ায় সরকারি তরফে ফাইন নোটিশ পাঠানো হয় গাড়ির মালিকের নামে। আর তাতেই চমকে ওঠেন হাবড়ার বাসিন্দা খোকন সরকার, যিনি পেশায় একজন গ্রামীণ  চিকিৎসক।
advertisement
advertisement
খোকনবাবুর অভিযোগ, তাঁর বাইকের নম্বর ব্যবহার করা হয়েছে সেই স্কুটিতে। তিনি জানান, বাইক কেনার পর কখনও হাবড়ার বাইরেই যাননি তিনি। অথচ কলকাতার ইকোপার্কে আমার নাম্বারে ফাইন হয়েছে, যদি ওই স্কুটি দিয়ে বড় কোনও অপরাধ হয়, তবে এই ডাক্তারের নাম জড়াবে বা দোষ চাপবে। এখন সেই আতঙ্কই ঘিরে ধরেছে তাকে। পরিস্থিতি বুঝে তিনি যোগাযোগ করেন হাবড়া থানার পাশাপাশি ইকোপার্ক থানার সঙ্গেও।
advertisement
আরও পড়ুন- বিশ্ববাংলা সরণি যেন মরণফাঁদ! ভোগান্তিতে বাইক আরোহীরা
দুই থানার তরফে পুলিশ ঘটনাটি  খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে প্রশাসনের কাছে খোকনবাবুর আবেদন, এই ধরনের প্রতারণার যারা করছে তদন্ত করে নম্বরপ্লেট জালিয়াতির সঙ্গে যোগ থাকা অভিযুক্তদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে বেশ কয়েকটি ঘটনায় শহরে বাইক ও স্কুটির নম্বর বদল করে চলা এই ধরনের প্রতারণা চক্র প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News : হাবড়ার চিকিৎসক গাড়ি নিয়ে যাননি এলাকার বাইরে, ইকোপার্ক থেকে এল আইনভঙ্গের অভি‌যোগ!
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement