সহরাই-এর বেশ কিছুদিন আগে থেকে চলে ঘরদোর পরিষ্কারের কাজ। বর্ষায় ধুয়ে যাওয়া দেওয়ালের গায়ে নতুন মাটি লেপে তকতকে করা হয় মাটির বাড়িগুলিকে। নতুন দেওয়ালে বাড়ির মেয়েরা নানা চিত্রকলা ফুটিয়ে তোলেন। পরবের দিনগুলিতে সুন্দর করে নিকানো উঠোনে দেন আলপনা। এই সুন্দর চিত্রকলা দেখে মনে হয় গ্রামগুলো যেন এক টুকরো রঙিন ক্যানভাস। পুরুলিয়ার বলরামপুরের বেলা অঞ্চলের ইচাডি গ্রামে সহরাই পরবকে কেন্দ্র করে সাজো সাজো রব। রং তুলির সাজে সেজে উঠেছে গোটা গ্রাম। গ্রামের মাটির বাড়িগুলি যেন এক একটি ক্যানভাস।
advertisement
আরও পড়ুন : সব বাড়ি-জমি স্নেহভরে সন্তানদের দেওয়ার মাশুল! অসহায় গৃহহীন বৃদ্ধ দম্পতির ঠাঁই গাছতলায়…তার পর…
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন, দুর্গাপুজোর পর থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। বাড়িতে নতুন মাটি দেওয়া থেকে বাড়ির রং করা সবটাই করেন তারা। বাড়ির মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই কাজে হাত লাগান। তাদের প্রধান উৎসব এটি। ধুমধামের সঙ্গে প্রতিবছরই এই সময় তারা এই উৎসব পালন করে থাকেন। সহরাই পরব শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সম্পর্কের প্রতীক।