TRENDING:

Bangla News|| 'এই' পুরসভা এলাকায় আপনার বাড়ি? তাহলে খুব সাবধান! নির্দিষ্ট কাজটি না হলে বড় বিপদে পড়বেন

Last Updated:

Durgapur Municipal Corporation: ব্যক্তিগত মালিকানাধীন থাকা জমিগুলি পরিষ্কার না থাকলে, জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: বর্ষা ঢোকার আগেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে দুর্গাপুর পুরসভা। ডেঙ্গি রুখতে পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। ইতিমধ্যেই পুরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে রাখা হচ্ছে পরিদর্শক। অন্যদিকে, ডেঙ্গু দমন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পুরসভা।
advertisement

এ বার থেকে ব্যক্তিগত মালিকানাধীন থাকা জমিগুলি পরিষ্কার না থাকলে, জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। ইতিমধ্যেই এ বিষয়ে দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলী বৈঠক করেছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত নর্দমা, জলা জায়গা ইত্যাদি রয়েছে, সেগুলি পুরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করবে।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের

advertisement

কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত ফাঁকা জমিগুলি রয়েছে, সেগুলি অনেক ক্ষেত্রেই অপরিষ্কার দেখা যায়। কিন্তু সেগুলি পরিষ্কার না করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোখা যাবে না। সেজন্য এই সমস্ত ফাঁকা জমিগুলির মালিকদের প্রথমে সতর্ক করা হবে। সেগুলিকে পরিষ্কার করানোর জন্য জানানো হবে তাদের। সচেতন না হলে পুরসভার তরফ থেকে করা হবে জরিমানা। ন্যূনতম হাজার টাকা জরিমানা করা হবে। জরিমানার সর্বোচ্চ মূল্য পৌঁছতে পারে ১,০০,০০০ টাকা পর্যন্ত।

advertisement

View More

১২০০ স্কোয়ার ফুট জমিতে জরিমানা হবে তিন হাজার টাকা। আর সেই টাকা দিয়ে পুরসভা লোক পাঠিয়ে জায়গাগুলিকে পরিষ্কার করানোর উদ্যোগ নেবে। স্বাভাবিকভাবেই বলা যায়, গত বছর যেভাবে শহরবাসীকে ডেঙ্গু আতঙ্কিত করে তুলেছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য আগেভাগেই সচেতন মূলক পদক্ষেপ করছে দুর্গাপুর পুরসভা।

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| 'এই' পুরসভা এলাকায় আপনার বাড়ি? তাহলে খুব সাবধান! নির্দিষ্ট কাজটি না হলে বড় বিপদে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল