এ বার থেকে ব্যক্তিগত মালিকানাধীন থাকা জমিগুলি পরিষ্কার না থাকলে, জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। ইতিমধ্যেই এ বিষয়ে দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলী বৈঠক করেছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত নর্দমা, জলা জায়গা ইত্যাদি রয়েছে, সেগুলি পুরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করবে।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের
advertisement
কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত ফাঁকা জমিগুলি রয়েছে, সেগুলি অনেক ক্ষেত্রেই অপরিষ্কার দেখা যায়। কিন্তু সেগুলি পরিষ্কার না করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোখা যাবে না। সেজন্য এই সমস্ত ফাঁকা জমিগুলির মালিকদের প্রথমে সতর্ক করা হবে। সেগুলিকে পরিষ্কার করানোর জন্য জানানো হবে তাদের। সচেতন না হলে পুরসভার তরফ থেকে করা হবে জরিমানা। ন্যূনতম হাজার টাকা জরিমানা করা হবে। জরিমানার সর্বোচ্চ মূল্য পৌঁছতে পারে ১,০০,০০০ টাকা পর্যন্ত।
১২০০ স্কোয়ার ফুট জমিতে জরিমানা হবে তিন হাজার টাকা। আর সেই টাকা দিয়ে পুরসভা লোক পাঠিয়ে জায়গাগুলিকে পরিষ্কার করানোর উদ্যোগ নেবে। স্বাভাবিকভাবেই বলা যায়, গত বছর যেভাবে শহরবাসীকে ডেঙ্গু আতঙ্কিত করে তুলেছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য আগেভাগেই সচেতন মূলক পদক্ষেপ করছে দুর্গাপুর পুরসভা।
Nayan Ghosh





