লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে চম্পট দিয়েছিলেন মহিলা! উত্তরাখণ্ডে গ্রেফতার সোনালি রায়
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
সোনালি রায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে উত্তরাখণ্ডে পালিয়েও ধরা পড়লেন। বাগদা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বনগাঁ আদালতে পেশ করেছে। প্রতারিতরা টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে ভিন রাজ্যে চম্পট দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের কুজারবাগী গ্রামের বাসিন্দা পলাশ রায়ের স্ত্রী সোনালি রায়ের বিরুদ্ধে এলাকার ১৫ থেকে ২০ জন মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, ছেলের ভর্তি, নাতির শরীর খারাপ, জমি কেনার মতো নানা কারণ দেখিয়ে বিশ্বাস অর্জন করে টাকা ধার নিয়েছিলেন সোনালি। সাধারণ পরিবারের মহিলারা বিশ্বাস করেই তাঁর হাতে টাকা তুলে দেন। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি।
advertisement
টাকা ফেরত না পেয়ে শেষ পর্যন্ত বাগদা থানায় দারস্ত হন প্রতারিত মহিলারা। অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একই গ্রামের একাধিক মহিলার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়ার পর এলাকা ছেড়ে উত্তরাখণ্ডে গা ঢাকা দিয়েছিলেন সোনালি রায়। মিলন কুমার নাথ, সুচিত্রা বাগচী-সহ কয়েক জন মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্তরাখণ্ড থেকে সোনালি রায়কে গ্রেফতার করে।
advertisement
প্রতারিতদের মধ্যে শিপ্রা রায় নামে এক মহিলা জানান, বিড়ি বেঁধে কষ্ট করে মেয়ের বিয়ের জন্য প্রায় ৪ লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। সেই টাকাও ধার নিয়েছিলেন সোনালি রায়। কিন্তু পরে আর তা ফেরত দেওয়া হয়নি। মেয়ের বিয়ে সামনে, কী করবেন বুঝে উঠতে পারছেন না বলে জানান শিপ্রা। তিনি চান, তাঁর টাকা ফেরত পাওয়া হোক এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তি হোক।
advertisement
এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শম্পা অধিকারী বলেন, এলাকার সাধারণ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেছেন সোনালি রায়। প্রতারিত মহিলারা যাতে তাঁদের টাকা ফেরত পান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবিও জানান তিনি।
ধৃত সোনালি রায়কে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে বাগদা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 19, 2025 2:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে চম্পট দিয়েছিলেন মহিলা! উত্তরাখণ্ডে গ্রেফতার সোনালি রায়










