ঝগড়া করে নিখোঁজ ছিলেন বাবা! তাঁকে খুঁজতে গিয়ে বাইক এবং ডাম্পারের সংঘর্ষে মারা গেল ছেলে এবং তাঁর সঙ্গীর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাড়িতে ঝগড়া করে নিখোঁজ বাবা, বাবাকে খুঁজতে গিয়ে বাইকের সঙ্গে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলে ও তাঁর সঙ্গীর । আহত আরও এক।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: বাড়িতে ঝগড়া করে নিখোঁজ বাবা, বাবাকে খুঁজতে গিয়ে বাইকের সঙ্গে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলে ও তাঁর সঙ্গীর । আহত আরও এক।
জানা গিয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাবা। নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে বাইক ও ডাম্পারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ছেলে ও তাঁর এক সঙ্গীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার তিলনা গ্রামের কাছে।
স্থানীয় ভাবে জানা গেছে গতকাল দুপুরে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান পুরুলিয়ার সাঁতুড়ি থানার ঘোড়ামুর্গা গ্রামের বুধন মন্ডলের বাবা। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পেশায় লরি চালক বুধন মন্ডল বাইক নিয়ে গ্রামেরই দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাবার খোঁজ শুরু করেন। তাঁদের ধারণা ছিল বাবা বাঁকুড়ার দিকে গিয়ে থাকতে পারেন। এরপরেই তাঁরা তিন জনে বাইক নিয়ে বাঁকুড়ায় যেন। সেখানে বিভিন্ন জায়গায় সন্ধান চালানোর পর গভীর রাতে ৩ জনই বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। জানা গেছে বাইকটি ছাতনার থানার তিলনা এলাকায় যেতেই একটি ডাম্পার মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে। ঘটনায় ৩ জনই ছিটকে পড়েন। পরে ছাতনা থানার পুলিশ খবর পেয়ে ৩ জনকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে বুধন মন্ডল ও বিপদতারণ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় গুরুতর জখম থাকায় বাপি ঘোষকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।
advertisement
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Dec 19, 2025 1:50 PM IST










