জানা যায়, নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় দুই বছর আগে জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি। পৌরসভার তরফে প্রতিটি বাড়িতে সেই জলের লাইনের সঙ্গে কল বসান হয়েছে। কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন। দুই বছর আগে বাড়িতে পৌরসভার তরফে কল বসান হলেও সেই কল দিয়ে জল পড়ে না।
advertisement
আরও পড়ুন: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়
এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একেকবার এই বিষয়ে জানিয়েছে এলাকাবাসীরা। কিন্তু কোনও লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এলাকার বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনিভাবে বাড়িতে পাম্পের সাহায্যে পৌরসভার পাইপ লাইনের অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে। যে কারণে জল প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজন সেই জলের ঘাটতি ঘটছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানান হয়েছে, কিন্তু কোন কর্ণপাত করেনি। অবশেষে এদিন তারা শান্তিপুর পৌরসভায় চেয়ারম্যানের কাছে পুনরায় একটি অভিযোগ জমা করা হল। এলাকাবাসীর দাবি, কোনরকমে সংসার চলে তাদের। তার মধ্যে যদি গরমের শুরুতে জল কিনে খেতে হয় তাহলে আগামীদিনে না খেয়ে মরতে হবে।
শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, “এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে। সেই কাজ ইতিমধ্যেই চলছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছাতে পারে।”
Mainak Debnath





