TRENDING:

Nadia News: নামেই ঘরে ঘরে কানেকশন, জল পৌঁছায় না একফোঁটাও! গরম পড়তেই জল কেনা ছাড়া উপায় নেই শান্তিপুরে

Last Updated:

গরম পড়তেই শুরু হয়েছে চরম জলসংকট, ভুগছে শান্তিপুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: গরমের শুরুতেই ভয়ংকর চিত্র, এলাকার বেশিরভাগ পরিবার নিম্নবিত্ত হওয়া সত্বেও চড়া দামে কিনে খেতে হচ্ছে পানীয় জল। একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি এমনই অভিযোগ। অবশেষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকার।
advertisement

জানা যায়, নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় দুই বছর আগে জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি। পৌরসভার তরফে প্রতিটি বাড়িতে সেই জলের লাইনের সঙ্গে কল বসান হয়েছে। কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন। দুই বছর আগে বাড়িতে পৌরসভার তরফে কল বসান হলেও সেই কল দিয়ে জল পড়ে না।

advertisement

আরও পড়ুন: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়

এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একেকবার এই বিষয়ে জানিয়েছে এলাকাবাসীরা। কিন্তু কোনও লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এলাকার বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনিভাবে বাড়িতে পাম্পের সাহায্যে পৌরসভার পাইপ লাইনের অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে। যে কারণে জল প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজন সেই জলের ঘাটতি ঘটছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানান হয়েছে, কিন্তু কোন কর্ণপাত করেনি। অবশেষে এদিন তারা শান্তিপুর পৌরসভায় চেয়ারম্যানের কাছে পুনরায় একটি অভিযোগ জমা করা হল। এলাকাবাসীর দাবি, কোনরকমে সংসার চলে তাদের। তার মধ্যে যদি গরমের শুরুতে জল কিনে খেতে হয় তাহলে আগামীদিনে না খেয়ে মরতে হবে।

advertisement

শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, “এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে। সেই কাজ ইতিমধ্যেই চলছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছাতে পারে।”

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নামেই ঘরে ঘরে কানেকশন, জল পৌঁছায় না একফোঁটাও! গরম পড়তেই জল কেনা ছাড়া উপায় নেই শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল