Nadia News: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়

Last Updated:

ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় ৫০ টি দল অংশগ্রহণ করে

+
ঘুড়ি

ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা 

নদিয়া: আসক্তি কাটিয়ে ফিজিক্যাল অ‍্যাক্টিভিটির ওপর জোড় দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে এদিন পালপাড়া এলাকায় আয়োজিত হল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। চৈত্রের প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে আয়োজিত হয় এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা।
নদিয়ার চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক গত কয়েকদিন আগে একতারপুর মাঠপাড়া মাঠে এক ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয়। আর এদিন সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকেই প্রায় ৫০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
উদ্যোক্তাদের দাবী, একটা সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। তবে তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন তাদের উৎসাহিত করতে। তবে এই বছর ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা প্রথম। আগামীদিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন উদ‍্যেক্তা সঞ্জয় মন্ডল।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement