পরবর্তী সময়ে ব্রডগেজের কাজ শুরু হয় কিন্তু বিভিন্ন কারনে তা থমকেও যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে রেল দফতরের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় নয় কিলোমিটারে রেল পথেরেল চালানোর সিদ্ধান্ত নেয়। সেই মত শুরু হয় জোরকদমে কাজ এবং গত বছর রেল দফতরের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কৃষ্ণনগর আমঘাটা প্রায় নয় কিলোমিটার রেল পথে গড়ায় রেলের চাকা। যা বিশেষ ট্রায়াল ট্রেন হিসেবে চালানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? চিন্তায় মৎস্যজীবীরা
ট্রায়াল রানের দিন রেল দফতরের আধিকারিক দীপক নিগম জানিয়েছিলেন কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনের কাজ শেষ তাই বিজ্ঞপ্তি দিয়ে এদিন ট্রায়াল হিসেবে এই বিশেষ ট্রেনটি চালানো হয়, যাত্রী পরিষেবা দেওয়াও খুব শীঘ্রই শুরু হবে। কিন্তু তারও একবছর অতিক্রান্ত এখনও শুরু হল না রেল চলাচল, আদৌ কবে চালু হবে রেল পরিষেবা তা নিয়েও রয়েছে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা। এলাকায় রেল চালু হলে সব দিকথেকেই উন্নতি হবে বলেও জানান স্থানীয় মানুষেরা।
আরও পড়ুন: ১৬ চাকার লরির পিছনে ধাক্কা মারল ১২ চাকার লরি! কুলপির ১১৭ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
বর্তমানে স্টেশন চত্বরে সকাল বিকেল বসে ছেলেদের আড্ডা! প্লটফর্মে কেথাও কোথাও নতুন করে গজিয়ে উঠেছে ঘাসও,তবে এলাকার সব মানুষের একটাই কথা কবে চালু হবে এই রেল পরিষেবা! আদৌ চালু হবে তো?





