TRENDING:

West Bengal coal mine: দ্রুতই কয়লা পাওয়া যাবে ডেউচা-পাঁচামি থেকে! কয়লাখনি নিয়ে বিরাট আপডেট

Last Updated:

West Bengal coal mine: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ডেওচা-পাঁচামির কয়লাখনি প্রকল্প। কয়েকদিন আগেই এখানে মাটি খুঁড়ে নরম ব্যাসল্ট পাওয়া গেছে। এবার সেই পাথরের স্তর সরিয়ে দ্রুত এবার কয়লা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ডেওচা-পাঁচামির কয়লাখনি প্রকল্প। কয়েকদিন আগেই এখানে মাটি খুঁড়ে নরম ব্যাসল্ট পাওয়া গেছে। এবার সেই পাথরের স্তর সরিয়ে দ্রুত এবার কয়লা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সোমবার মহম্মদবাজারে প্রশাসনিক বৈঠক শেষে এমনই দাবি করলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, “প্রথম পর্যায়ের খনি প্রকল্পের উপরে যে পাথরের আস্তরণ আছে সেই স্তর প্রায় তুলে ফেলার মুখে। সেটি কয়লা স্তরের ঠিক উপরেই আছে। সেটা আমাদের কাজের একটা বাধা হয়েছিল। আমরা সেটা ধীরে ধীরে সরিয়ে ফেলতে সক্ষম হচ্ছি।”
প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
advertisement

আরও পড়ুন: পাহাড়ের মধ্যে ওগুলো কী? পহেলগাঁও হামলার তদন্তে বিরাট মোড়! চমকে উঠলেন নিরাপত্তারক্ষীরা

মহম্মদবাজারের বিডিও অফিসে বৈঠকে ১৫ লটের তালিকা অনুসারে চান্দা এলাকায় জমি কেনা শুরু হবে। একইসঙ্গে ১৬-১৭ লটের যে তালিকা রাজ্যে পাঠানো হয়েছে তার অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ১৮ ও ১৯ লটের জন্য তালিকা তৈরি করছে প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছর ৬ ফেব্রুয়ারি থেকে মহম্মদবাজার ব্লকের চান্দা এলাকার ১২ একর জুড়ে প্রথম পর্যায়ের জন্য খনন শুরু হয়েছে। গত সপ্তাহে পাথরের কুচি কালো কাদা মাটি উঠতে শুরু করেছে। সোমবারের বৈঠকে সেই পাথর দ্রুত সরিয়ে কয়লা পাওয়ার আশার কথা জানান জেলাশাসক। সোমবার ব্লকের বৈঠকে জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত জেলাশাসক, বিডিও-সহ এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

advertisement

আরও পড়ুন: পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করলেও ঢুকে পড়ে দুটি ভারতীয় বিমান! আতঙ্কে কাঁটা পাক সরকার, তারপর…

View More

চান্দার খনন এলাকার আশেপাশের জমি কেনার ক্ষেত্রে ফাঁক ছিল। সেই জমি না কেনা হওয়ায় প্রথম পর্যায়ের কাজ নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল। সে নিয়ে মুখ্যমন্ত্রী জেলাশাসক বিধান রায়কে সতর্ক করেন এবং ধমক দেন। এরপরেই দ্রুত ভূমি দফতরের বিশেষ শিবির করে সেই জমি জট ছাড়াতে সক্ষম হন। একইসঙ্গে এলাকার মানুষের চাহিদা অনুযায়ী জল, রাস্তা, আলো করে দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, “জমির যে কাগজপত্র আমরা নতুন করে তৈরি করে দিয়েছি। এছাড়া মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে যেমন স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড, বাধ্যতামূলক ভাতা, বিধবা ভাতা, জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে।”

advertisement

সোমবারের বৈঠকে ঠিক হয় প্রকল্প এলাকার বাইরে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা বন্ধের বিজ্ঞপ্তি জারি ছিল। কিন্তু জরুরি প্রয়োজনে ১১০০ জন জমি বিক্রির আবেদন করেছেন। তাঁদের বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এছাড়াও প্রথম পর্যায়ের কাজ নিয়ে স্বাস্থ্য দফতর-সহ সব বিভাগকে নিয়ে আলোচনা হয়। অন্যদিকে আদিবাসীদের কথাকে মান্যতা দিয়ে চান্দা প্রকল্প এলাকায় প্রায় ৯৮০টি গাছ তুলে সাগরবাঁধি খেলার মাঠের চারপাশে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়। সেই মত ইতিমধ্যে ৮৮১টি গাছ প্রতিস্থাপিত করা হয়েছে। বাকি গাছগুলিও ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal coal mine: দ্রুতই কয়লা পাওয়া যাবে ডেউচা-পাঁচামি থেকে! কয়লাখনি নিয়ে বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল