TRENDING:

প্রয়াত বাবার স্বপ্নপূরণ করতে যা করল পঞ্চম শ্রেণির মেয়ে, জানলে গর্বিত হবেন আপনিও

Last Updated:

Nadia News: ছোটবেলায় দীপ্তশ্রী তার বাবাকে হারিয়েছে, বাবাও খেলাধুলা ও শরির চর্চা করতে ভালবাসতেন। কিন্তু বাবার মৃত্যুতে পর হাল ছাড়েনি মা ও মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বাবার মৃত্যুর পর ইচ্ছে পূরণ করতেই লড়াই, রাজ্যের মধ্যে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করলেন দীপ্তশ্রী। ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা বিভাগে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন নদিয়ার মেয়ে। আর তার এই সাফল্যকে সম্মান জানাতে এদিন পায়রাডাঙ্গা নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয় সম্বর্ধনা দেওয়া হয়। দীপ্তশ্রী পাইরাডাঙ্গা নতুন গোপালপুর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
advertisement

ছোটবেলায় দীপ্তশ্রী তার বাবাকে হারিয়েছে। বাবাও খেলাধুলা ও শরির চর্চা করতে ভালবাসতেন। কিন্তু বাবার মৃত্যুতে পর হাল ছাড়েনি মা। স্কুলের শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষক এর সহযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন দীপ্তশ্রী। রাজ্যের ২৩ টি জেলা নিয়ে পশ্চিম মেদিনীপুর শালবনিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অঞ্চল স্তর থেকে শুরু করে চক্রস্তর, মহাকুমা স্তর জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা থেকে যোগ্যতা অর্জন করে রাজ্যস্তরে উত্তীর্ণ হয় এই ফলাফল।

advertisement

আরও পড়ুনঃ IPL 2025: ফের নির্বাসিত হবে সিএসকে? অধিনায়ক ও প্লেয়ারের বিরুদ্ধে বড় অভিযোগ! জেনে নিন বিস্তারিত

পায়রাডাঙ্গা ঘোড়াগাছা এলাকার বাসিন্দা দীপ্তশ্রী মণ্ডল। জানা যায় পাঁচ মাস বয়সেই বাবাকে হারাতে হয়েছে। আর তাই বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যেই দীপ্তশ্রীর লড়াই। খুবই দুস্থ পরিবারের মেয়ে। বাবা মৃত্যুর পর মা কোনওরকম কাজ করে এক ছেলে ও মেয়েকে মানুষ করছেন। তবে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন শরীরচর্চার শিক্ষক কমল আর্য। বিনা পারিশ্রমিকে তাকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন অবিরত। প্রতিদিন নিয়ম করে মাঠে দু’ঘণ্টা করে প্রশিক্ষণ করান তিনি। আগামীতে আরও বড় সাফল্যই লক্ষ্য দীপ্তশ্রীর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রয়াত বাবার স্বপ্নপূরণ করতে যা করল পঞ্চম শ্রেণির মেয়ে, জানলে গর্বিত হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল