ছোটবেলায় দীপ্তশ্রী তার বাবাকে হারিয়েছে। বাবাও খেলাধুলা ও শরির চর্চা করতে ভালবাসতেন। কিন্তু বাবার মৃত্যুতে পর হাল ছাড়েনি মা। স্কুলের শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষক এর সহযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন দীপ্তশ্রী। রাজ্যের ২৩ টি জেলা নিয়ে পশ্চিম মেদিনীপুর শালবনিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অঞ্চল স্তর থেকে শুরু করে চক্রস্তর, মহাকুমা স্তর জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা থেকে যোগ্যতা অর্জন করে রাজ্যস্তরে উত্তীর্ণ হয় এই ফলাফল।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: ফের নির্বাসিত হবে সিএসকে? অধিনায়ক ও প্লেয়ারের বিরুদ্ধে বড় অভিযোগ! জেনে নিন বিস্তারিত
পায়রাডাঙ্গা ঘোড়াগাছা এলাকার বাসিন্দা দীপ্তশ্রী মণ্ডল। জানা যায় পাঁচ মাস বয়সেই বাবাকে হারাতে হয়েছে। আর তাই বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যেই দীপ্তশ্রীর লড়াই। খুবই দুস্থ পরিবারের মেয়ে। বাবা মৃত্যুর পর মা কোনওরকম কাজ করে এক ছেলে ও মেয়েকে মানুষ করছেন। তবে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন শরীরচর্চার শিক্ষক কমল আর্য। বিনা পারিশ্রমিকে তাকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন অবিরত। প্রতিদিন নিয়ম করে মাঠে দু’ঘণ্টা করে প্রশিক্ষণ করান তিনি। আগামীতে আরও বড় সাফল্যই লক্ষ্য দীপ্তশ্রীর।
Mainak Debnath





