IPL 2025: ফের নির্বাসিত হবে সিএসকে? অধিনায়ক ও প্লেয়ারের বিরুদ্ধে বড় অভিযোগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ruturaj Gaikwad Khalil Ahmed Accused Of Ball Tampering: প্রথম ম্যাচ জিতলেও বড় বিতর্কে জড়িয়ে গেল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অভিযোগ, বল বিকৃতি করেছেন খালিল আহমেদ ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয় দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। কিন্তু প্রথম ম্যাচ জিতলেও বড় বিতর্কে জড়িয়ে গেল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অভিযোগ, বল বিকৃতি করেছেন খালিল আহমেদ ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
সিএসকের বোলিংয়ের সময় একটি ভিডিওতে দেখা গিয়েছে, ডেলিভারি করার পর খালিল আহমেদ পকেট থেকে একটা কিছু বার করে বলের মধ্যে লাগাচ্ছেন। খালিলের হাতে কিছু ছিল কিনা তা অবশ্য পরিষ্কার দেখা যায়নি। এরপর রুতুরাজ কাছে আসতেই তাঁর হাতে সেই জিনিসটি দিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে রুতুরাজ তার হাতটি পকেট ঢুকিয়ে নিলেন।
advertisement
Need permanent ban but @IPL will do nothing
— Gaurav Gulshan (@GauravGulshan8) March 24, 2025
advertisement
তবে জিনিসটি কী ছিল তা কিন্তু বোঝা যায়নি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি। বল বিকৃতির অভিযোগ ওঠে দুই সিএসকে তারকার বিরুদ্ধে। তবে অনেক আবার বলেছেন, খালিলের হাতের আংটি রুতুরাজকে দেন তিনি। সেটাই সিএসকে অধিনায়ক নিজের পকেটে পুরেছেন। এরসঙ্গে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই। তবে বিতর্ক কিন্তু কমছে না।
advertisement

এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ চেন্নাই সুপার কিংসকে কঠোর শাস্তির দেওয়ার দাবি জানিয়েছে বিসিসিআইয়ের কাছে। কেউ তো আবার ২ বছরের জন্য সিএসকেকে ব্যান করার দাবিও তুলেছে ও পুণে ওয়ারিয়র্স ও কোচি তস্কর্সকে ফেরানো কথা বলেছেন। শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 6:51 PM IST