TRENDING:

Bonsai: ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ, ভরিয়ে তুলুন বনসাইতে, বাড়িতেই তৈরি করুন, রইল সহজ পদ্ধতি

Last Updated:

Bonsai: বনসাই তৈরিতে দীর্ঘস্থায়ী সময় লাগলেও বাণিজ্যিক ভাবে এটিতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পাশাপাশি বাড়িতে একটি বনসাই থাকলে তার সৌন্দর্য আলাদাই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : বাড়িতেই সহজ পদ্ধতিতে তৈরি করুন বনসাই। বনসাই একটি বিশেষ আর্ট। এটি যেমন সময় সাপেক্ষ তেমনি সুন্দরও বটে। ছোট পাত্রে বিশেষ পদ্ধতিতে গাছ লাগিয়ে ছোট রাখাকে বনসাই বলা হয়। বনসাই তৈরিতে দীর্ঘস্থায়ী সময় লাগলেও বাণিজ্যিক ভাবে এটিতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পাশাপাশি বাড়িতে একটি বনসাই থাকলে তার সৌন্দর্য আলাদাই।
advertisement

তবে বেশ কিছু নিয়ম মেনে চললে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন সুন্দর বনসাই। বাড়িতে কী ভাবে বনসাই তৈরি করবেন এ বিষয়ে জানালেন দীর্ঘদিন ধরে বনসাই প্রস্তুতকারক বসিরহাটের বেশির বাসিন্দা শেখ আব্দুর রউফ। বনসাই তৈরির জন্য রোদ নেই কিন্তু আলো-বাতাস আছে এমন জায়গা নিতে হবে। যেমন- ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ অথবা পর্যাপ্ত পরিমাণে আলো-বাতাস ঢোকে এমন ঘর।

advertisement

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে ‘ঘুম’ কমতে থাকে জানেন…? চমকে দেবে ‘গবেষণা’, সতর্কতা জরুরি!

গাছ প্রথমেই সঠিকভাবে গাছ নির্বাচন করতে হবে। এর জন্য ফল ও বনজ গাছ নির্বাচন করা ভাল। এক্ষেত্রে বট, অশ্বত্থ, পাকুড়, বাওবাব, ডুমুর, কদম, জামরুল, তেঁতুল গাছের বনসাই করা যায় সহজে। গাছ নির্বাচনের পাশাপাশি সঠিক টব নির্বাচন করাও দরকার।

advertisement

আরও পড়ুন: মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিল ছেলে-বৌমা…! হঠাৎ ফোন বাড়িতে, “বাবা আমায় বাঁচাও…!” কেঁপে উঠবেন শুনলেই

এক্ষেত্রে যন্ত্রপট, হাফ ড্রাম, সিমেন্ট বা মাটির টবে ভাল হতে পারে। বনসাইয়ের ক্ষেত্রে মাটি টবে দো-আঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। টবের জল নিষ্কাশনের জন্য ছিদ্রের উপর ইটের কুচির পরিবর্তে এক টুকরা তারের জালি রেখে তা কিছু কাঁকড় দিয়ে ঢেকে দিতে হবে। গাছের শেকড়, শাখা-প্রশাখা ও পাতা বৃদ্ধি নিয়ন্ত্রণ দরকার, টবের ছোট গাছে বয়োবৃদ্ধ গাছের আকৃতি আনার চেষ্টা করতে হবে।

advertisement

আরও পড়ুন: ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা…! আগামী ৪৮ ঘণ্টা ঝড়-জল কাঁপাবে ৮ রাজ্য! কুয়াশার চোখরাঙানি ১৫ রাজ্যে, শৈত্যপ্রবাহ হুঁশিয়ারি ২ রাজ্যে, কী হবে বাংলায়?

বনসাইকে যে মডেলের রূপ দেওয়া হবে তা স্থির করে শাখা বাছাই করতে হবে। জোড়া পাতার কক্ষ থেকে কাণ্ডের দু’পাশের দু’টি শাখা গজায়। বাছাই পদ্ধতি অনুসারে এর একটি রাখতে হবে। গাছের বয়স ৩-৪ বছর হলে প্রুনিংয়ের প্রয়োজন হয়। বাছাই করা মোটা শাখাকে ধারালো অস্ত্র দিয়ে ছাঁটাই করতে হবে।

advertisement

প্রয়োজনে গাছের সঠিক আকার দিতে সরল শাখায় তার জড়িয়ে আঁকাবাঁকা রূপ দিতে হবে। গাছকে নিয়মিত কালো মাটি, বালি কিংবা ইটের চূর্ণ, সরিষা বা নীলের খোসা ইত্যাদি খাবার দিতে হবে। টবের মাটিতে পোকামাকড় কিংবা ছত্রাক হলে সঠিক মাত্রায় কীটনাশক দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bonsai: ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ, ভরিয়ে তুলুন বনসাইতে, বাড়িতেই তৈরি করুন, রইল সহজ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল