তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ইউসুফ আলী আসলে কে? তাহলে জেনে রাখুন এই গুঁই পরিবারের অজিত গুঁইয়ের ছাত্র শিল্পী শেখ ইউসুফ আলি। তাঁর গালার অনবদ্য সব শিল্পকর্মগুলি তাক লাগানোর মত। তবে অনেকেই জানেন না এই গালা আসলে কি জিনিস। এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে। গালা হল এক ধরনের পোকার বাসস্থান। সেই পোকাটি হল লাক্ষা পোকার। লাক্ষা পোকা গাছের ডালপালা ও পাতার রস পান করে, তারপর গাছের ডালে লালা নির্গত করে বাসা তৈরি করে।
advertisement
আরও পড়ুন: বীরভূমের আকাশে উড়ল বিরাট এক বেলুন! খুলে যাচ্ছে নতুন দিগন্ত, আসল ঘটনা জানলে গর্বে বুক ভরে যাবে
এই বাসায় হল গালা। বিশেষ করে কুল, পলাশ, কুসুম, অরহর, পাকুর প্রভৃতি গাছে গালা পাওয়া যায়। এই গাছগুলি থেকে গালা সংগ্রহ করা হয়, যা এই শিল্পের মূল কাঁচামাল। শিল্প সামগ্রী তৈরি ছাড়াও গালা আসবাপত্র থেকে মাটির পুতুল, মূর্তি প্রভৃতি বার্নিশ করতে কাজে লাগে। এছাড়া প্রত্যেক দিনের ব্যবহারের জন্য জুতো পালিশ, মেয়েদের নেলপলিশ, লিপস্টিকে গালার ব্যবহার হয়ে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভারতে গালা শিল্পের অন্যতম পীঠস্থান বীরভূমের ইলামবাজার। অজয় নদের পাড়ে এই ইলামবাজার জলপথে যাতায়াতের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল একসময়। এছাড়া, ইলামবাজারে রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। ফলে সহজে এখান থেকেই গালা সংগ্রহ করা যেত। আর ইলামবাজারের গালা গুণগত উৎকৃষ্টতার জন্য প্রসিদ্ধ ছিল। মুঘল আমল থেকে এখানে গালা শিল্পের রমরমা ছিল একসময়।
সৌভিক রায়





