গোটা ঘর শুধু বই আর বই। শারীরিক শক্তি একটু কমলেও মানসিক শক্তি অত্যন্ত দৃঢ়। পাতার পর পাতা লিখে চলেছেন তিনি। যেন মাথার ভিতরে জমে থাকা দীর্ঘ ক্ষেত্রে সমীক্ষার তথ্য গুলি লিপিবদ্ধ করে রাখছেন তিনি। ক্ষেত্র সমীক্ষা কী? খায় নাকি মাথায় দেয়, সেটা অনেকেই জানেনা! ক্ষেত্র সমীক্ষা হল একদম “ফিল্ড রিসার্চ”, অর্থাৎ ক্ষেত্রে গিয়ে সরে জমিনে সমীক্ষা করে বা গবেষণা করে তথ্য তুলে আনা।

advertisement

আরও পড়ুন : চড়িদা গ্রামে ডিজিটাইজেশনের হাতেখড়ি, বদলে যাবে শিল্পীদের ভাগ্য! এবার ঘরে বসেই মিলবে ছৌ-মুখোশ

যথেষ্ট কঠিন এই কাজ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, সাধারণ মানুষের কথার ভিত্তিতে এবং ইতিহাস পর্যালোচনা করে জঙ্গলমহল নিয়ে একটি সম্পূর্ণ তথ্য পরিপূর্ণ ইতিহাস লিখছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়। এর আগে নদী তীরবর্তী গ্রাম জনপদ গুলির ইতিহাস, রাঢ়বঙ্গে জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে বিস্তারিত বই লিখেছেন তিনি। এবার টার্গেট “মিশন জঙ্গলমহল”। দীর্ঘ সাংবাদিকতার সফল একটি কর্ম জীবন, তারপর গবেষণামূলক কাজ। বাঁকুড়ার বাসিন্দা সুকুমার বন্দোপাধ্যায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন রাঢ়বঙ্গের সত্য তুলে ধরতে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জঙ্গলমহলেও করেছেন প্রচুর কাজ। অশান্ত জঙ্গলমহলে নিয়েছেন মাওবাদি নেতা কিষেনজির সাক্ষাৎকার। জঙ্গলমহলের মাটিটা চেনেন তিনি। তবে এবার যত বয়স বাড়ছে ফিল্ডে যাওয়া হয়ে পড়ছে এক প্রকার অসম্ভব। সেই কারণেই হয়ত তিনি লিখেই চলেছেন যাতে, জেলা এবং রাঢ়বঙ্গের ইতিহাস পৃষ্ঠপোষকরা নিজেদেরকে পুষ্ট করতে পারেন সঠিক ইতিহাসের আস্বাদন পেয়ে।

advertisement