Chhau Mask: চড়িদা গ্রামে ডিজিটাইজেশনের হাতেখড়ি, বদলে যাবে শিল্পীদের ভাগ্য! এবার ঘরে বসেই মিলবে ছৌ-মুখোশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Chhau Mask: চড়িদার মুখোশ শিল্পের প্রসার ঘটাতে এবার ডিজিটাইজেশনে জোর। শিল্পীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : জঙ্গলমহলের ঐতিহ্য ছৌ। এই ছৌ-মুখোশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে পুরুলিয়ার চড়িদা গ্রাম। এই মুখোশ শিল্পের সঙ্গে পুরুষদের পাশাপাশি সমানভাবে যুক্ত গ্রামের মহিলারা। সংসার সামলে বেশিরভাগ সময় তারা মুখোশ তৈরির কাজে ব্যস্ত থাকেন। মুখোশ শিল্পের সঙ্গে জড়িত মহিলাদের উৎসাহিত করতে একটি বেসরকারি ফাউন্ডেশনের উদ্যোগে ও একটি ব্যবসায়িক কেন্দ্রের সহযোগিতায় মহিলা উদ্যোক্তা দিবস পালন করা হল পুরুলিয়ার চড়িদা গ্রামে।
এই সম্মানে তারা খুবই খুশি। এই অনুষ্ঠানে উপস্থিত মহিলারা নিজেদের জীবন সংগ্রাম, ব্যবসায়িক অভিজ্ঞতা, বাজারে মুখোশের চাহিদা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছৌ মুখোশের নকশা পরিবর্তনের দিকেও তারা চিন্তাভাবনা করছেন। এলাকার মহিলাদের আধুনিক ব্যবসায়িক দক্ষতা বাড়ানো ও ডিজিটাল জ্ঞান অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়ায় প্রচার, ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স প্লাটফর্মে পণ্য বিক্রি এই সমস্ত বিষয় ধাপে, ধাপে প্রশিক্ষণ পাচ্ছেন তারা।
advertisement
আরও পড়ুন : অপরাধীদের কপালে দুর্গতি, ৫০ লক্ষ টাকায় পুলিশের হাতে এল ‘মোক্ষম’ জিনিস! হাওড়ায় বসছে হাইটেক ক্যামেরা
এই ডিজিটাল সহায়তার ফলে চড়িদার শিল্পীরা আগামীদিনেই আরও বড় বাজার পাবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে মহিলা ছৌ মুখোশ শিল্পীরা বলেন, তাদের হস্তশিল্পের প্রসার ঘটছে। ডিজিটাল প্লাটফর্মে কিভাবে নিজেদের তৈরি মুখোশ সকলের কাছে পৌঁছে যাবে, তার জন্য তারা প্রতিনিয়ত প্রশিক্ষণ পাচ্ছেন। এতে তাদের অনেকটাই উপকার হচ্ছে। আগামী দিনে এলাকার অন্যান্য মহিলারাও যাতে এই ভাবে সাবলম্বী হতে পারেন, সেই বার্তাই দিচ্ছেন তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে ওই ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকেশ দাস বলেন, যে সমস্ত মহিলারা মুখোশ তৈরির কাজ করছেন, তাদের কাজকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, কীভাবে তাদের কাজ ডিজিটালি সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তাদের সংস্থা সমস্ত দিক থেকে সহযোগিতা করছে। তাদের মূল লক্ষ্যই হল সমস্ত দিক থেকেই মহিলাদের স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত করে দেওয়া। পুরুলিয়ার চড়িদা গ্রামে তৈরি হওয়া মুখোশ শুধু পুরুলিয়ার ঐতিহ্য নয়, এটি তাদের আত্মনির্ভরতার প্রতীক। ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এই মুখোশের যাতে আরও বেশি করে প্রসার ঘটে, সেই দিকেই অগ্রসর হচ্ছেন মুখোশ শিল্পীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 21, 2025 7:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Mask: চড়িদা গ্রামে ডিজিটাইজেশনের হাতেখড়ি, বদলে যাবে শিল্পীদের ভাগ্য! এবার ঘরে বসেই মিলবে ছৌ-মুখোশ
