Howrah News: অপরাধীদের কপালে দুর্গতি, ৫০ লক্ষ টাকায় পুলিশের হাতে এল 'মোক্ষম' জিনিস! হাওড়ায় বসছে হাইটেক ক্যামেরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: অপরাধ দমনে হাওড়া শহরের রাস্তায় বসল অত্যাধুনিক এএনপিআর ক্যামেরা। ৫০ লক্ষ টাকা ব্যয়ে বসল অত্যাধুনিক এই সিস্টেম।
হাওড়া শহরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করতে প্রতিস্থাপিত হল অত্যাধুনিক ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত রাস্তা ও প্রবেশদ্বারগুলিতে এই হাই-টেক ক্যামেরা বসানো হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের হাতে যোগ হল আরও শক্তিশালী অস্ত্র।(ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
advertisement
এএনপিআর ক্যামেরা লাগানোর ফলে রাস্তায় ফেলে যাওয়া যানবাহন, নকল নাম্বারপ্লেট, এমনকি রাতের অন্ধকারেও উচ্চগতির গাড়ি সহজেই ধরা সম্ভব হবে। এই ক্যামেরার ফলে চুরি যাওয়া গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। হিট-অ্যান্ড-রান মামলায় দ্রুত তথ্য মিলবে। অপরাধীদের পালানোর পথ আগেই আটকে দেওয়া যাবে। ট্রাফিক লঙ্ঘন রোধে বড় ভূমিকা নেবে এই ক্যামেরা।
advertisement
advertisement
advertisement
