Howrah News: অপরাধীদের কপালে দুর্গতি, ৫০ লক্ষ টাকায় পুলিশের হাতে এল 'মোক্ষম' জিনিস! হাওড়ায় বসছে হাইটেক ক্যামেরা

Last Updated:
Howrah News: অপরাধ দমনে হাওড়া শহরের রাস্তায় বসল অত্যাধুনিক এএনপিআর ক্যামেরা। ৫০ লক্ষ টাকা ব্যয়ে বসল অত্যাধুনিক এই সিস্টেম।
1/6
হাওড়া শহরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করতে প্রতিস্থাপিত হল অত্যাধুনিক ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত রাস্তা ও প্রবেশদ্বারগুলিতে এই হাই-টেক ক্যামেরা বসানো হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের হাতে যোগ হল আরও শক্তিশালী অস্ত্র।(ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
হাওড়া শহরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করতে প্রতিস্থাপিত হল অত্যাধুনিক ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত রাস্তা ও প্রবেশদ্বারগুলিতে এই হাই-টেক ক্যামেরা বসানো হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের হাতে যোগ হল আরও শক্তিশালী অস্ত্র।(ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/6
উন্নত এই ক্যামেরা প্রযুক্তি শুধু নম্বরপ্লেট পড়তেই সক্ষম নয়, গাড়ির রং, মডেল, গতিবেগ ও দিকনির্দেশও শনাক্ত করতে পারে মুহূর্তের মধ্যে। ফলে কোনও সন্দেহজনক যানবাহন বা অপরাধমূলক কাজে ব্যবহৃত গাড়ি শহরে ঢুকতেই তা পুলিশের নজরে আসবে।
উন্নত এই ক্যামেরা প্রযুক্তি শুধু নম্বরপ্লেট পড়তেই সক্ষম নয়, গাড়ির রং, মডেল, গতিবেগ ও দিকনির্দেশও শনাক্ত করতে পারে মুহূর্তের মধ্যে। ফলে কোনও সন্দেহজনক যানবাহন বা অপরাধমূলক কাজে ব্যবহৃত গাড়ি শহরে ঢুকতেই তা পুলিশের নজরে আসবে।
advertisement
3/6
এএনপিআর ক্যামেরা লাগানোর ফলে রাস্তায় ফেলে যাওয়া যানবাহন, নকল নাম্বারপ্লেট, এমনকি রাতের অন্ধকারেও উচ্চগতির গাড়ি সহজেই ধরা সম্ভব হবে। এই ক্যামেরার ফলে চুরি যাওয়া গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। হিট-অ্যান্ড-রান মামলায় দ্রুত তথ্য মিলবে। অপরাধীদের পালানোর পথ আগেই আটকে দেওয়া যাবে। ট্রাফিক লঙ্ঘন রোধে বড় ভূমিকা নেবে এই ক্যামেরা।
এএনপিআর ক্যামেরা লাগানোর ফলে রাস্তায় ফেলে যাওয়া যানবাহন, নকল নাম্বারপ্লেট, এমনকি রাতের অন্ধকারেও উচ্চগতির গাড়ি সহজেই ধরা সম্ভব হবে। এই ক্যামেরার ফলে চুরি যাওয়া গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। হিট-অ্যান্ড-রান মামলায় দ্রুত তথ্য মিলবে। অপরাধীদের পালানোর পথ আগেই আটকে দেওয়া যাবে। ট্রাফিক লঙ্ঘন রোধে বড় ভূমিকা নেবে এই ক্যামেরা।
advertisement
4/6
ফলে শহরের সুরক্ষা যেমন জোরদার হবে, তেমনভাবেই সহজ হবে অপরাধীদের ধরা। এছাড়াও অপরাধমূলক ঘটনার তদন্ত করতে সহজে গুরপত্বপূর্ণ তথ্য আসবে গোয়েন্দাদের হাতে।
ফলে শহরের সুরক্ষা যেমন জোরদার হবে, তেমনভাবেই সহজ হবে অপরাধীদের ধরা। এছাড়াও অপরাধমূলক ঘটনার তদন্ত করতে সহজে গুরপত্বপূর্ণ তথ্য আসবে গোয়েন্দাদের হাতে।
advertisement
5/6
হাওড়া সিটি পুলিশের তরফে জানান হয়, শহরকে স্মার্ট ও নিরাপদ করার লক্ষ্যে এই প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ব্যবস্থায় নতুন মোড় আনবে। সাধারণ মানুষও আশা করছেন, এর ফলে অপরাধ দমন ও ট্রাফিক নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।
হাওড়া সিটি পুলিশের তরফে জানান হয়, শহরকে স্মার্ট ও নিরাপদ করার লক্ষ্যে এই প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ব্যবস্থায় নতুন মোড় আনবে। সাধারণ মানুষও আশা করছেন, এর ফলে অপরাধ দমন ও ট্রাফিক নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।
advertisement
6/6
সাংসদ প্রসূন ব্যানার্জী জানান, মানুষের নিরাপত্তাই তাঁর প্রথম অগ্রাধিকার। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাওড়ার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে তিনি সাংসদ তহবিলের টাকা এই প্রকল্পে সাহায্য করেছেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
সাংসদ প্রসূন ব্যানার্জী জানান, মানুষের নিরাপত্তাই তাঁর প্রথম অগ্রাধিকার। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাওড়ার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে তিনি সাংসদ তহবিলের টাকা এই প্রকল্পে সাহায্য করেছেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement