TRENDING:

Bangla News: কোনও মনীষী নয়, এক সাধারণ চাওয়ালার নামে বিখ্যাত পটাশপুরের এই মোড়!

Last Updated:

Bangla News: মনীষীদের নামে জায়গার নাম তো অনেক শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন কি কোনও চাওয়ালার নামে জায়গার নাম? অবিশ্বাস্য হলেও সত্যি, এক চাওয়ালার নামেই বিখ্যাত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গাওয়াল এলাকার ভাকু মোড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: মনীষীদের নামে জায়গার নাম তো অনেক শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন কি কোনও চাওয়ালার নামে জায়গার নাম? অবিশ্বাস্য হলেও সত্যি, এক চাওয়ালার নামেই বিখ্যাত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গাওয়াল এলাকার ভাকু মোড়। বর্তমানে এই জায়গায় একটি জমজমাট বাজারও গড়ে উঠেছে। তবে, এক সময় এই স্থান রাজনৈতিক সংঘর্ষে রক্তে ভেসেছিল।
advertisement

ভাকু মোড়ের ইতিহাস প্রায় ছয় দশক পুরোনো। আড়গাওয়াল পঞ্চায়েতের বাবুইদাড়ি, সিঞ্যারী ও বামুনবাড় — এই তিনটি গ্রামের সংযোগস্থলে একটি ছোট চায়ের দোকান খোলেন বাবুইদাড়ি গ্রামের কাঙ্গাল চন্দ্র দাস, যিনি এলাকাজুড়ে পরিচিত ছিলেন ‘ভাকু বাবু’ নামে। সেই সময় ওই তিন গ্রামের সংযোগস্থলে এটি ছিল একমাত্র চায়ের দোকান। সকাল-বিকেল স্থানীয় মানুষজন আড্ডা জমাতে ভিড় করতেন ভাকু বাবুর দোকানে। ধীরে ধীরে এই সংযোগস্থলই সবার মুখে মুখে পরিচিত হয় ‘ভাকু মোড়’ নামে।

advertisement

তবে এই চায়ের দোকান শুধুই আড্ডার জায়গা ছিল না—ছিল রাজনৈতিক সংঘর্ষের সাক্ষীও। ১৯৯৮ সাল থেকে একবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত ভগবানপুরের অর্জুননগর দিক থেকে লাল বাহিনী ও আড়গাওয়াল দিক থেকে সবুজ বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ বহুবার ঘটেছে ঠিক ভাকু বাবুর দোকানের সামনেই।

advertisement

View More

দুই পক্ষের রাজনৈতিক কর্মীরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ত এই তিন গ্রামের সংযোগস্থলে, যেখানে দাঁড়িয়ে ছিল ভাকু বাবুর দোকান। বর্তমানে ভাকু বাবু আর বেঁচে নেই। তবে তাঁর ছেলেরাই এখন সেই ঐতিহ্যবাহী চায়ের দোকান চালাচ্ছেন। ছয় দশক আগে যেখানে একমাত্র ভাকু বাবুর চায়ের দোকান ছিল, সেখানে আজ নানা ধরনের দোকানপাট, বাজার আর সন্ধ্যা হলেই তাসের আড্ডায় মুখর হয়ে ওঠে ভাকু মোড়। এখনো তিন গ্রামের মানুষ একত্রিত হন এখানেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য মৌমিতার, বক্সিং রিং তাঁর সব থেকে ভালবাসার জায়গা
আরও দেখুন

যেখানে মনীষীদের নামে জায়গার নাম গড়ে ওঠে সেখানে একজন সাধারণ চাওয়ালার হাত ধরে ইতিহাস গড়ে উঠেছে পটাশপুরের ভাকু মোড়ে। এক সময় রক্তে রাঙা এই মোড় আজ শান্তি, মিলনস্থল আর স্মৃতির প্রতীক। ভাকু বাবু না থাকলেও, তাঁর চায়ের দোকান আর নাম আজও বেঁচে আছে মানুষের মনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কোনও মনীষী নয়, এক সাধারণ চাওয়ালার নামে বিখ্যাত পটাশপুরের এই মোড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল