TRENDING:

Liquor Sale : মদ বিক্রিতে রেকর্ড বাংলার এক জেলার, দুর্গাপুজোর আগে থেকে শুরু, এখনও চলছে সুরাপ্রেমীদের 'উৎসব'!

Last Updated:
Liquor Sale- দুর্গাপুজোর পর কালীপুজো ও ভাই ফোঁটাতে রেকর্ড মাত্রায় মদ বিক্রি হয়েছে পুরুলিয়ায়। চারদিনে প্রায় ন' কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা জেলায়।
advertisement
1/5
মদ বিক্রিতে রেকর্ড বাংলার এক জেলার, দুর্গাপুজোর আগে থেকে শুরু, এখনও চলছে...
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : দুর্গাপুজোর পর কালীপুজো ও ভাই ফোঁটাতে রেকর্ড মাত্রায় মদ বিক্রি হয়েছে পুরুলিয়ায়। চারদিনে প্রায় ন' কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা জেলায়।
advertisement
2/5
জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর চারদিনে প্রায় ৯ কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ২৯৯৪৫১ লিটার, বিদেশী মদ বিক্রি হয়েছে ৫৬৯৩৭ লিটার, বিয়ার বিক্রি হয়েছে ৪৫১৯৫ লিটার। অর্থাৎ মোট মদ বিক্রির পরিমাণ ৪০১৫৯৪ লিটার। যার বাজার মূল্য ৯ কোটি ১৮ লক্ষ্যের বেশি। ‌
advertisement
3/5
গত বছর দেশি মদ বিক্রি হয়েছে ২৮৪২৩৮ লিটার, বিদেশী মদ বিক্রি হয়েছে ৫৫৩৪৪ লিটার, বিয়ার বিক্রি হয়েছে ৫৩৯৭৬ লিটার। অর্থাৎ বিগত বছরের মোট মদ বিক্রির পরিমাণ ৩৯৩৫৫৯ লিটার। বিগত বছরের থেকে এ-বছর মদ বিক্রির পরিমাণ ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বিয়ারের বিক্রি তুলনামূলক কম হয়েছে।
advertisement
4/5
এই বিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর (DEC) পুরুলিয়া সদর প্রতাপ সরকার বলেন, এ বছর কালীপুজোর মরশুমে ন' কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। গত বছরের থেকে বিক্রির হার সামান্য বৃদ্ধি পেয়েছে। ‌ তবে এবছর তুলনামূলক বিয়ারের বিক্রি কম হয়েছে।
advertisement
5/5
উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন সুরা প্রেমীরা। ‌দুর্গাপুজোর আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান করেছে জেলা আবগারি দফতর। ‌আর তাতেই উৎসবের এই মরশুমে মদ বিক্রি মোটের উপর ভালই হয়েছে বলে মনে করছে জেলা আবগারি বিভাগ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Liquor Sale : মদ বিক্রিতে রেকর্ড বাংলার এক জেলার, দুর্গাপুজোর আগে থেকে শুরু, এখনও চলছে সুরাপ্রেমীদের 'উৎসব'!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল