Liquor Sale : মদ বিক্রিতে রেকর্ড বাংলার এক জেলার, দুর্গাপুজোর আগে থেকে শুরু, এখনও চলছে সুরাপ্রেমীদের 'উৎসব'!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Liquor Sale- দুর্গাপুজোর পর কালীপুজো ও ভাই ফোঁটাতে রেকর্ড মাত্রায় মদ বিক্রি হয়েছে পুরুলিয়ায়। চারদিনে প্রায় ন' কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা জেলায়।
advertisement
জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর চারদিনে প্রায় ৯ কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ২৯৯৪৫১ লিটার, বিদেশী মদ বিক্রি হয়েছে ৫৬৯৩৭ লিটার, বিয়ার বিক্রি হয়েছে ৪৫১৯৫ লিটার। অর্থাৎ মোট মদ বিক্রির পরিমাণ ৪০১৫৯৪ লিটার। যার বাজার মূল্য ৯ কোটি ১৮ লক্ষ্যের বেশি।
advertisement
advertisement
advertisement
