West Bengal News: সবুজ প্যাকেটে চকচক করছে ওটা কী? সন্দেহ হতেই হাত ঢুকিয়ে দিল বিএসএফ! আড়াই কোটির 'গুপ্তধন'
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
West Bengal news: ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও বড়সড় সাফল্য পেল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে প্রায় ২.৪৫ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও বড়সড় সাফল্য পেল সীমান্ত নিরাপত্তা বাহিনী(বিএসএফ)। পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে প্রায় ২.৪৫ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
ঘটনায় এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফের একটি দল পেট্রাপোলে তল্লাশি চালায়। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একটি খালি ট্রাককে আটক করে বিএসএফ। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা দুটি সবুজ প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট দু’টির ভিতর থেকে পাওয়া যায় মোট আটটি সোনার টুকরো- এর মধ্যে ছ’টি সোনার বার ও দুটি সোনার বিস্কুট।
advertisement
advertisement
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার টাকা বলে শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, অর্থের লোভে পড়ে সে বাংলাদেশ থেকে এই সোনার চালান ভারতে আনতে রাজি হয়েছিল। আটক ব্যক্তিকে, উদ্ধার হওয়া সোনা ও ট্রাকসহ পুলিশের হাতে তুলে দেওয়া পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।
advertisement
বিগত কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় অনেক অংশে চোরা চালানোর ঘটনা কমলেও এখনও বহু মানুষ অর্থের লোভে এই বেআইনি কাজে পা বাড়ান। নানা পন্থা অবলম্বন করে সোনা সহ চোরা চালান করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার ঘটনাও ঘটেছে। তাই বিএসএফের তরফ থেকে নানা সময়ে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালান হয় এই ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সবুজ প্যাকেটে চকচক করছে ওটা কী? সন্দেহ হতেই হাত ঢুকিয়ে দিল বিএসএফ! আড়াই কোটির 'গুপ্তধন'

