ঘটনায় এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফের একটি দল পেট্রাপোলে তল্লাশি চালায়। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একটি খালি ট্রাককে আটক করে বিএসএফ। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা দুটি সবুজ প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট দু’টির ভিতর থেকে পাওয়া যায় মোট আটটি সোনার টুকরো- এর মধ্যে ছ’টি সোনার বার ও দুটি সোনার বিস্কুট।
advertisement
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! আচমকা কানফাটা শব্দ, দু’ভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, মাঝরাতে বিভীষিকা
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার টাকা বলে শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, অর্থের লোভে পড়ে সে বাংলাদেশ থেকে এই সোনার চালান ভারতে আনতে রাজি হয়েছিল। আটক ব্যক্তিকে, উদ্ধার হওয়া সোনা ও ট্রাকসহ পুলিশের হাতে তুলে দেওয়া পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কলকাতাতেও! প্রবল ঝড়বৃষ্টি আসছে মহানগর-সহ আরও ৬ জেলায়
বিগত কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় অনেক অংশে চোরা চালানোর ঘটনা কমলেও এখনও বহু মানুষ অর্থের লোভে এই বেআইনি কাজে পা বাড়ান। নানা পন্থা অবলম্বন করে সোনা সহ চোরা চালান করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার ঘটনাও ঘটেছে। তাই বিএসএফের তরফ থেকে নানা সময়ে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালান হয় এই ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে।






