আইনজীবীদের দাবি, তাঁরাও আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, গতকাল দত্তপুকুর থানার অন্তর্গত বামনগাছি রিজেন্টপার্ক এলাকায় এক পেট্রোল পাম্পে আইনজীবী দুলাল সরকার-সহ তিন আইনজীবীর সঙ্গে কোনও এক কারণে বচসায় জড়ায় স্থানীয় কিছু ব্যক্তি। যারা ওই এলাকার দুষ্কৃতী বলে অভিযোগ। সেই বচসা হাতাহাতিতে পৌঁছয়, আক্রান্ত হন আইনজীবীরা। মারধর করা হয় তিনজন আইনজীবীকে।
এরপরই অভিযোগ করা হয় ঘটনায় জড়িত খোকন মণ্ডল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। আইনজীবীর উপর হামলায় অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করে। মোট ৩ জনকে গ্রেফতার করে এদিন বারাসত আদালতে নিয়ে আসা হলে দেখা যায় মূল অভিযুক্ত খোকন মণ্ডল সেখানে উপস্থিত নেই, অন্য একজন রয়েছেন। প্রতিবাদ জানায় আইনজীবীরা। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয় আদালত চত্ত্বরে। আগে থেকেই আদালত চত্ত্বরে আইনজীবীরা জমায়েত করে থাকেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মূল অভিযুক্তকে বিকেল ৫ টার মধ্যে হাজির করতে বলা হয় তদন্তকারী অফিসারকে।
advertisement
আরও পড়ুন: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
সেই মতো ফের নিয়ে আসা হয় মূল অভিযুক্তকে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। তাকে মারধর করার মতো অবস্থা তৈরি হলে পুলিশ আটকালে পুলিশের উপর আঘাত আসে বলে অভিযোগ। একই সঙ্গে সাংবাদিকদেরও ছবি করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় আইনজীবীদের কাছে। তবে আক্রান্ত পুলিশকে আবার আইনজীবীদেরই একাংশ, উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। সব মিলিয়ে আইনজীবীদের এহেন আচরণে প্রশ্ন উঠছে প্রশাসনের দুই মহল কীভাবে আদালত চত্বরেই আইন হাতে তুলে নিলেন তা নিয়ে। যদিও বারাসত আদালতে বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি অলোক সমাজপতি জানান, এমন কোনও ঘটনা ঘটেনি।
পুলিশ কর্মী কীভাবে আক্রান্ত হল তিনি বলতে পারবেন না। তিনি যখন দেখেছেন পুলিশ কর্মী রক্তাক্ত তখন তিনি নিজে উদ্ধার করেন ওই পুলিশ কর্মীকে। তবে গতকাল দত্তপুকুর থানার অন্তর্গত পেট্রোল পাম্পে যে ঘটনা ঘটেছে, যেখানে আইনজীবীরা আক্রান্ত হয়েছে, তার প্রতিবাদ জানান। মঙ্গলবার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। পাশাপাশি, অভিযোগকারী আইনজীবী দেবাশিস সরকার জানান, এইদিন সব রাজনৈতিক দলের আইনজীবীরা একত্রে হয়ে প্রতিবাদ জানায়, সেখানে বাইরের কেউ ভিরে ঢুকে পুলিশ কর্মীকে আঘাত করে। আইনজীবীরা এই কাজ করতে পারে না।
এখানে মূল ঘটনাকে ঘুরিয়ে দিতে আইনজীবীদের সঙ্গে পুলিশের মধ্যে বিভেদ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর অভিযোগ, শাসকদলের কেউ এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে বারাসাত আদালত চত্বরে।
Rudra Narayan Roy