Digha News: কনকনে ঠাণ্ডায় জমজমাট দিঘা ভ্রমণ! রবিবাসরীয় সকালে সমুদ্র সৈকতে থিকথিকে ভিড়, দেখুন ছবি

Last Updated:
Digha News: সমুদ্র থেকে জগন্নাথ মন্দির, দিঘায় পর্যটকদের জন্য রয়েছে নানা আকর্ষণ। সেই টানে প্রায় সারা বছরই এখানে মানুষের আনাগোনা লেগে থাকে। বড়দিন-নববর্ষের আগে সেই ভিড় যেন আরও বেড়ে গিয়েছে।
1/5
বড়দিন-নববর্ষের আবহে ছুটির মুডে বাঙালি। কেউ ছুটে গিয়েছেন উত্তরবঙ্গ, কারও আবার গন্তব্য দিঘা। কুয়াশায় মোড়া রবিবাসরীয় সকালে সৈকত শহরে যেমন দেখা গেল পর্যটকদের ভিড়। (ছবি ও তথ্যঃ পঙ্কজ দাশ রথী)
বড়দিন-নববর্ষের আবহে ছুটির মুডে বাঙালি। কেউ ছুটে গিয়েছেন উত্তরবঙ্গ, কারও আবার গন্তব্য দিঘা। কুয়াশায় মোড়া রবিবাসরীয় সকালে সৈকত শহরে যেমন দেখা গেল পর্যটকদের ভিড়। (ছবি ও তথ্যঃ পঙ্কজ দাশ রথী)
advertisement
2/5
ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল দিঘা। প্রায় সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বড়দিন-নববর্ষের আবহে সেই ভিড় যেন আরও বেড়ে গিয়েছে। কুয়াশায় মোড়া সকালেও যেমন সমুদ্র সৈকতে দেখা গেল থিকথিকে ভিড়।
ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল দিঘা। প্রায় সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বড়দিন-নববর্ষের আবহে সেই ভিড় যেন আরও বেড়ে গিয়েছে। কুয়াশায় মোড়া সকালেও যেমন সমুদ্র সৈকতে দেখা গেল থিকথিকে ভিড়।
advertisement
3/5
ছোট থেকে বড়, নানা বয়সী মানুষের আগমনে এদিন সকালে কার্যত গমগম করছিল দিঘার সমুদ্র সৈকত। কেউ খেলায় ব্যস্ত, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন।
ছোট থেকে বড়, নানা বয়সী মানুষের আগমনে এদিন সকালে কার্যত গমগম করছিল দিঘার সমুদ্র সৈকত। কেউ খেলায় ব্যস্ত, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন।
advertisement
4/5
আর মাত্র ৩ দিন পর ক্রিসমাস। তার আগেই সৈকত শহরে পর্যটকদের ঢল। দিঘার সমুদ্র সৈকতে আজ সকাল থেকেই থিকথিকে ভিড়। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে।
আর মাত্র ৩ দিন পর ক্রিসমাস। তার আগেই সৈকত শহরে পর্যটকদের ঢল। দিঘার সমুদ্র সৈকতে আজ সকাল থেকেই থিকথিকে ভিড়। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে।
advertisement
5/5
সমুদ্র থেকে জগন্নাথ মন্দির, দিঘায় পর্যটকদের জন্য রয়েছে নানা আকর্ষণ। সেই টানে প্রায় সারা বছরই এখানে মানুষের আনাগোনা লেগে থাকে। বড়দিন-নববর্ষের আগে সেই ভিড় যেন আরও বেড়ে গিয়েছে। কনকনে ঠাণ্ডা, কুয়াশায় মোড়া রবিবাসরীয় সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল দেখেই সেই কথা বেশ আন্দাজ করা যাচ্ছে। (ছবি ও তথ্যঃ পঙ্কজ দাশ রথী)
সমুদ্র থেকে জগন্নাথ মন্দির, দিঘায় পর্যটকদের জন্য রয়েছে নানা আকর্ষণ। সেই টানে প্রায় সারা বছরই এখানে মানুষের আনাগোনা লেগে থাকে। বড়দিন-নববর্ষের আগে সেই ভিড় যেন আরও বেড়ে গিয়েছে। কনকনে ঠাণ্ডা, কুয়াশায় মোড়া রবিবাসরীয় সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল দেখেই সেই কথা বেশ আন্দাজ করা যাচ্ছে। (ছবি ও তথ্যঃ পঙ্কজ দাশ রথী)
advertisement
advertisement
advertisement