Kolkata News: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Kolkata News: টানা ভারী বৃষ্টির জেরে যখন গোটা কলকাতা জলের তলায়, তখন বাঁশদ্রোণী এলাকা থেকে আরও ভয়ঙ্কর ঘটনা সামনে এল। ফ্ল্যাট থেকে মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার হল মঙ্গলবার।
কলকাতা: টানা ভারী বৃষ্টির জেরে যখন গোটা কলকাতা জলের তলায়, তখন বাঁশদ্রোণী এলাকা থেকে আরও ভয়ঙ্কর ঘটনা সামনে এল। ফ্ল্যাট থেকে মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার হল মঙ্গলবার। পুলিশ গিয়ে পচাগলা দেপ দুটি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত মা শিলা দাশগুপ্ত, বয়স ৭০-এর উপর। ছেলের নাম সুদীর্থ দাশগুপ্ত, বয়স ৩৮। মা ও ছেলে ওই ফ্ল্যাটেই থাকতেন। গত দু’দিন ধরে দরজা বন্ধ ছিল।
আরও পড়ুন: কেউ আর পুজোর ছুটিতে দার্জিলিং যেতে চাইছেন না, কেন? হোটেল ব্যবসায়ীদের দাবি শুনলে চমকে যাবেন!
মঙ্গলবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে শুরু হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। অ্যাপার্টমেন্টের আবাসিকরা পুলিশ ও আত্মীয়দের খবর দেন। পুলিশ আত্মীয়দের উপস্থিতিতে ঘরে ঢুকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মেধাবী পড়ুয়াদের জন্য ২০,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কারা পাবেন বৃত্তি? কতদিন আবেদন? বিশদে জানুন
দেড় বছর আগে মা ও ছেলে এই ফ্ল্যাটে কিনে ওই এলাকায় আসেন। তারপর থেকে সেখানেই থাকতেন। তবে এই মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়। মা-ছেলে আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কারও হাত রয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 5:29 PM IST