Darjeeling Travel in Durga Puja 2025: কেউ আর পুজোর ছুটিতে দার্জিলিং যেতে চাইছেন না, কেন? হোটেল ব্যবসায়ীদের দাবি শুনলে চমকে যাবেন!

Last Updated:
Darjeeling Travel in Durga Puja 2025: পুজোয় ভিড় কম পাহাড়ে? কেন? পাহাড়ের পুজো দেখার হিড়িক গেল কোথায়? পর্যটন ব্যবসায়ীদের বক্তব্যে চোখে জল আসবে...
1/7
পুজোয় ভিড় কম পাহাড়ে? ভিড় বাড়বে পুজোর পর, আশায় পর্যটন ব্যবসায়ীরা
পুজোয় ভিড় কম পাহাড়ে? ভিড় বাড়বে পুজোর পর, আশায় পর্যটন ব্যবসায়ীরা
advertisement
2/7
অবিরাম বৃষ্টি। সঙ্গে দোসর ধস। বেশিরভাগ সময়েই বন্ধ থাকছে বাংলা-সিকিম লাইফ লাইন। সঙ্গে এগিয়ে এসেছে পুজো।
অবিরাম বৃষ্টি। সঙ্গে দোসর ধস। বেশিরভাগ সময়েই বন্ধ থাকছে বাংলা-সিকিম লাইফ লাইন। সঙ্গে এগিয়ে এসেছে পুজো।
advertisement
3/7
বাঙালির সেরা পার্বণ। আর তার জেরেই পুজোয় আশানুরূপ বুকিং নেই শৈলশহর দার্জিলিংয়ে।
বাঙালির সেরা পার্বণ। আর তার জেরেই পুজোয় আশানুরূপ বুকিং নেই শৈলশহর দার্জিলিংয়ে।
advertisement
4/7
পুজোর ছুটিতে পাহাড় বাঙালিদের বরাবরের প্রিয় ডেস্টিনেশন। নীল পাহাড়। ভিউ পয়েন্টগুলিতে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। হালকা শীতের মজা।
পুজোর ছুটিতে পাহাড় বাঙালিদের বরাবরের প্রিয় ডেস্টিনেশন। নীল পাহাড়। ভিউ পয়েন্টগুলিতে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। হালকা শীতের মজা।
advertisement
5/7
ম্যালে জমজমাট আড্ডা। আর জয় রাইডে টয়ট্রেন সফর। কালো ধোঁয়া ছড়িয়ে খেলনা গাড়ির কু ঝিক ঝিক আওয়াজ। জয় রাইডের সংখ্যাও বেড়েছে।
ম্যালে জমজমাট আড্ডা। আর জয় রাইডে টয়ট্রেন সফর। কালো ধোঁয়া ছড়িয়ে খেলনা গাড়ির কু ঝিক ঝিক আওয়াজ। জয় রাইডের সংখ্যাও বেড়েছে।
advertisement
6/7
এটাই তো সাধারণত পরিচিত ছবি পুজোর পাহাড়ের। কিন্তু এবারে কী অবস্থা? কেন পাহাড় ঘোরার হিড়িক নেই?
এটাই তো সাধারণত পরিচিত ছবি পুজোর পাহাড়ের। কিন্তু এবারে কী অবস্থা? কেন পাহাড় ঘোরার হিড়িক নেই?
advertisement
7/7
পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের কথায়, পর্যটকেরা খোঁজখবর নিচ্ছে। কিন্তু বুকিং আসছে না। পর্যটন ব্যবসায়ীদের দাবি, দেশীয় পর্যটকের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম। তবে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। (পার্থপ্রতিম সরকার)
পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের কথায়, পর্যটকেরা খোঁজখবর নিচ্ছে। কিন্তু বুকিং আসছে না। পর্যটন ব্যবসায়ীদের দাবি, দেশীয় পর্যটকের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম। তবে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। (পার্থপ্রতিম সরকার)
advertisement
advertisement
advertisement