Bus Accident: বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ মর্মান্তিক ঘটনা! মৃত্যু মহিলা সহ দুজনের, শিউরে উঠল হাওড়া
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bus Accident: দ্রুত গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে ছিটকে পরে যায়। বাইকে থাকা আরও একজন গুরুতর আহত।
হাওড়া: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলা সহ দুই জনের। জগৎবল্লভপুরের পর এবার হাওড়ার ডোমজুড়। ১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা বাসস্ট্যান্ডের ঘটনা। বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা বাইকের। বাইক চালকের মৃত্যু ঘটনাস্থলেই। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়। দ্রুত গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে ছিটকে পরে যায়। বাইকে থাকা আরও একজন গুরুতর আহত।
advertisement
এদিকে, দুর্গাপুর থেকে নয়াগ্রাম যাওয়ার পথে শালবনী থানার গোদাপিয়াশালের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রা পাড়ার কর্মীদের নিয়ে আসা বাস। গুরুতর আহত হন ৯ জন। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যেককে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
জানা গিয়েছে, নয়াগ্রামে একটি যাত্রার অনুষ্ঠানে অংশ নিতে আসছিলেন বাস ভর্তি এই দলটি। ঘন কুয়াশার কারণে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে বাসটি। বাসে থাকা ৩৫ জনের মধ্যে গুরুতর আহত হয় ৯ জন।
দ্রুত তাদের নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 12:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ মর্মান্তিক ঘটনা! মৃত্যু মহিলা সহ দুজনের, শিউরে উঠল হাওড়া







